ড. মোহাম্মদ আমীন
নিতকনে নিতবর, গতকল্য গতকাল, খারাপ, জাত জাত জাত, জন্মদ ও জন্মদা, ক্রুশ
নিতকনে নিতবর, গতকল্য গতকাল, খারাপ, জাত জাত জাত, জন্মদ ও জন্মদা, ক্রুশ
জন্মদ ও জন্মদা
জন্মদ অর্থ জন্মদাতা, পিতা। উচ্চারণ: জন্মোদো। জন্মদা অর্থ মাতা, জন্মভূমি। উচ্চারণ: জন্মোদা। দুটোই তৎসম।
জাত জাত জাত
জাত: জাত শব্দের উচ্চারণ যখন জাতো তখন এর অর্থ— জন্মেছে এমন (নবজাত); (২) উৎপন্ন, সঞ্জাত (কৃষিজাত পণ্য); (৩) সঞ্চিত, রক্ষিত (গুদামজাত)। এই ‘জাত(√জন্+ত) ’ তৎসম এবং বাক্যে সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
খারাপ
খারাপ আরবি উৎসের শব্দ। আরবি ‘খরাব’ হতে খারাপ শব্দের উদ্ভব। বাক্যে এটি সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অর্থ: মন্দ, দুষ্ট (খারাপ লোক); অশুভ (খারাপ দৃষ্টি); অকেজো (খারাপ গাড়ি); রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ); বিষণ্ণ (খারাপ মন); অমার্জিত (খারাপ আচরণ); দূষিত (খারাপ জল); শ্রীহীন (খারাপ চেহারা); প্রতিকুল (খারাপ আবহাওয়া); দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); সস্তা (খারাপ দ্রব্য); ভেজাল-মিশ্রিত (খারাপ দুগ্ধ); সমাজে অননুমোদিত বা নিষিদ্ধ (খারাপ পথ); বিকৃত (মাথা খারাপ)।
গতকল্য ও গতকাল
গতকল্য (গত+√কলি+য) ও গতকাল (গত+√কলি+অ) উভয়ে তৎসম। ‘গতকল্য’ শব্দটি বাক্যে সাধারণত বিশেষ্য হিসেবে এবং ‘গতকাল’ শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। অর্থ: অব্যবহিত পূর্ববর্তী দিন।