নূপুর বিবি এ কী করল কী!

ড. মোহাম্মদ আমীন

দুপুর বেলা অপরূপ নূপুর বিবি মিরপুর বাজারে রূপার তৈরি নূপুর কিনতে গিয়ে নূপুর বানানে নুন-এর নু দিয়ে নুপূর লিখে বসল।
কী লজ্জা!
পুর বানানে পূ দেখে মিরপুর নিবাসী শুবাচি নুর হুজুর আঁতকে, নূপুর বিবি, আপনি এ কী করলেন?
কী করেছি?
নূপুর বানানে নুন-এর নু দিয়েছেন আমার আপত্তি নেই। কিন্তু আমার পুর বানানটাকে দূষণীয় বানানের ঊ-কার দিয়ে পূর করে দিলেন কেন? এখন যদি আমি আপনাকে মিরপুর থেকে দূরে পাঠিয়ে দিই কী হবে?
ভুল হয়েছে।
কী দোষ করেছিল আমার পুর?
নূপুর বলল, বারবার ভুল হয়ে যায় বানানটা। কী করি বলেন তো?
শুবাচি বললেন,  শুকনো পাতার নূপুর বাজে নাচিছে ঘূর্ণিবায় জল তরঙ্গে  – – -। গানটি গাইবেন। পুর বানান জানেন?
জানি। প-য়ে উ-কার।
নূপুর বানানে পুর আছে, জানেন?
জানি।
পুর বানান ঊ-কার নেই, কিন্তু নূপুর বানানে ঊ-কার আছে। তাহলে ঊ-কারটা কার নিচে  হবে?
ন-এর নিচে। তখন বানান হবে নূপুর।
আর ভুল হবে?
না, হুজুর।
আপনি এগুলো কোত্থেকে শিখেছেন?
শুবাচ থেকে।
সূত্র: নিমোনিক প্রমিত বাংলা বানান অভিধান, ড. মোহাম্মদ আমীন।


All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

Language
error: Content is protected !!