পদার্থ = পদ + অর্থ

‘শব্দ’-এর অর্থ’ যদি সংক্ষেপে ‘শব্দার্থ ‘ হয়, তাহলে ‘পদের অর্থ ‘ কী সংক্ষেপে ‘পদার্থ’ হবে?
হবে।
আসলেই কি হবে?
দেখা যাক, অভিধান ও ব্যাকরণ কী বলে।
সংস্কৃত (পদ+অর্থ) শব্দের কয়েকটি অর্থ আছে। যেমন :
১. আয়তন ও ভর আছে এমন বস্ত; চৌকোণা পদার্থটি মুহূর্তের মধ্যে পানিতে ডুবে গেল।
২. প্রতিভা; তার মাথায় কোনো পদার্থ আছে বলে মনে হয় না। অপদার্থ ছেলে।
৩. সারবস্তু : আখের পদার্থ রস।
৪. পদ বা শব্দের অর্থ; যেমন ভুষণের পদার্থ অলংকারের।
৫. বৈশেষিক দর্শনে বর্ণিত ৭টি বস্তু। যেমন : দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় ও অভাব।
৬. উপর্যুক্ত অর্থ ছাড়াও বাংলায় পদার্থ শব্দের একটি অর্থ আছে এবং সেটি হচ্ছে- মূল জিনিস। যেমন : অর্থই পদার্থ।
 
সংস্কৃত ‘পদার্থ’ শব্দটি ‘পদ’ ও ‘অর্থ’ শব্দ দিয়ে গঠিত। এবার দেখা যাক : পদ শব্দের অর্থ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত ‘পদ (√পদ+অ)’ শব্দের অর্থ হচ্ছে-
১. চরণ, পা; রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
২. পদচিহ্ন, পদাঙ্ক(পদানুসরণ); মহীয়ানদের পদাঙ্ক অনুসরণ করো।
৩. কবিতার পঙ্‌ক্তি বা চরণ; পদটি পড়ে মুগ্ধ হলাম।
৪. অধিকার, চাকরি,(রাজপদ); তিনি পদচ্যুত হলেন।
৫. স্থান, বসতি (জনপদ) : বর্ধিষ্ণু জনপদটি আমাদের।
৬. উপাধি(পদগৌরব); সরকার তাকে উচ্চ পদে বারিত করল।
৭. গুরুজনের অনুগ্রহ; আশ্রয় (পদাশ্রয়); পদে তব, ঠাঁই দাও হে গুরু।
৮. বিভিন্ন প্রকার আহার্য; কয় পদ রান্না হয়েছে?
৯. বৈষ্ণব কবিদের রচিত গান; পদাবলি।
১০. ব্যাকরণে বিভক্তিযুক্ত শব্দ (পারিভাষিক শব্দ হিসেবে); বাকের অন্তর্গত প্রত্যেক শব্দকে পদ বলা হয়।
উপরের ১০ নম্বর অর্থ-বিশ্লেষণে দেখা যায়, পদ শব্দের একটি অর্থ বিভক্তিযুক্ত শব্দ।
অর্থ শব্দের তাৎপর্য হচ্ছে :
 
১. টাকাকড়ি, সম্পত্তি; বিদেশ গিয়ে তিনি প্রচুর অর্থ কামিয়েছেন।
২. ধনবিজ্ঞান; অর্থনীতি, অর্থশাস্ত্র। অর্থনীতির ছাত্র।
৩. শব্দের তাৎপর্য; শব্দার্থ না-জানলে হবে না।
৪. হেতু; এমন আচরণের অর্থ কী?
৫. তত্ত্ব, সত্য : মহাবীরের দর্শনার্থ বোঝার চেষ্টা করো।
৬. জাগতিক সৌভাগ্য : অর্থবিত্তে ভরপুর তার সংসার।
৭. ইচ্ছা, অভিলাষ : অর্থ কার্যকে প্রভাবিত করে।
৮. জ্ঞাতব্য বিষয় : অর্থটা হচ্ছে এই।
৯. কাম্য বস্তু; পুরুষ।
১০. কল্যাণ; অর্থ হোক তার।
এই বিশ্লেষণে দেখা যায়, অর্থ শব্দের জ্ঞতাব্য বোধ হচ্ছে, বাক্যের অন্তর্গত শব্দের তাৎপর্য। সুতরাং, পদার্থ = পদ+ অর্থ = পদার্থ; ব্যাকরণ এবং অভিধান উভয় বিবেচনায় এটি শুদ্ধ। তবে, এই অর্থে শব্দটির প্রচলন বেশি নয়, বস্তু অর্থ প্রকাশে পদার্থ শব্দটি অধিক ব্যবহৃত হয়।
Total Page Visits: 921 - Today Page Visits: 3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!