পবিত্রতম (চতুর্থ) স্থান মুসলিমদের

ড. মোহাম্মদ আমীন

তিউনিসিয়ার কায়রোয়ান শহর, মক্কা, মদিনা ও জেরুজালেমের পর মুসলমানদের চতুর্থ পবিত্র স্থান হিসাবে খ্যাত। কায়রোয়ান তিউনিসিয়ার রাজধানী তিউনিস-এর ১৮৪ কিলোমিটার দক্ষিণের একটি শহর। আরব সেনাধ্যক্ষ উকবা ইবনে নাফি ৬৭০ খ্রিষ্টাব্দে রোমানদের নিকট হতে জায়গাটি দখল করে শহর পত্তন এবং একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এই মসজিদের পাশেই মুসলমানদের প্রথম বিশ্ববিদ্যালয় চালু হয়। কায়োরোয়ান শহর প্রতিষ্ঠার আগে রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধে হযরত মুহাম্মদ (স.) এর সাহাবি আবু জামা ৬৫৪ খ্রিষ্টাব্দে নিহত হন এবং এখানেই তাঁকে সমাহিত করা হয়।

Language
error: Content is protected !!