ড. মোহাম্মদ আমীন
প্রাচীন ভারতে সময় পরিমাপের একক
১ পল= ২৪ সেকেন্ড।
১ নিমেষ= ১৬ মিনিট।
১ ক্ষণ= ৪৮ মিনিট।
১ দণ্ড= ২৪ মিনিট। (প্রাচীন ভারতে খাড়াভাবে স্থাপিত দণ্ড বা লাঠির সাহায্যে ছায়া মেপে সময় নির্ণয় করা হতো। )
১ মুহূর্ত = ৪৮ মিনিট= ১২ক্ষণ।
১ প্রহর= ৩ ঘন্টা।
অষ্টপ্রহর =(১ দিন + ১ রাত)= ২৪ ঘন্টা।
দূরত্ব পরিমাপের প্রাচীন ভারতীয় একক
৩ আঙুল = এক মুষ্টি।
৩ মুষ্টি = এক বিঘত।
২ বিঘত = এক হাত।
৪ হাত =এক ধনু।
২০ ধনু =এক রশি
১ ক্রোশ= দুই হাজার ধনু । আধুনিক হিসেব মতে ১ ক্রোশ= ২০০০ ধনু=প্রায় ২.৫০ কিলোমিটার।
১ যোজন = ৪ ক্রোশ=১০ কিলোমিটার।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১