পাণিনি বানান : বাংলা ব্যাকরণ সমগ্র

বাংলা ব্যাকরণ সমগ্র

ড. মোহাম্মদ আমীন

পাণিনি নিমোনিক 

‘পাণিনি’ খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যাকরণ প্রণেতা। তাঁর নাম লিখতে অনেক ভুল করে বসেন, দ্বিধায় পড়ে যান – প্রথমে মূর্ধন্য-ণ না কি দন্ত্য-ন। মনে রাখবেন, বর্ণমালায় মূর্ধন্য-ণ আগে। পাণিনি প্রথম বৈয়াকরণ, তাই তাঁর নামের বানানে প্রথমে মূর্ধন্য-ণ এবং তারপর দন্ত্য-ন।
ই-কার কেন? পাণিনি পুরুষ, তাই তাঁর নামে কোনো ঈ-কার নেই। পাণি অর্থ হাত। তিনি হাত দিয়ে ব্যকরণ লিখতেন- মনে মনে এমনটাও ভাবতে পারেন। কী ভাববেন সেটি বিষয় নয়, আসল বিষয় হচ্ছে – সঠিক বানানটি লেখা।

Language
error: Content is protected !!