ড. মোহাম্মদ আমীন
“সবকটি জানালা খুলে দাও না” অনুরোধের পরিপ্রেক্ষিতে ফারাক্কার সবকটি জানালা খুলে দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও বলছে- আগামী তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝড়, কোথাও কোথাও নাকি ছিনতাইকারীর মতো ঝাপটাও মারতে পারে। তাই অনিচ্ছাসত্ত্বেও আমার বড়ো সন্তানের বিয়ে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো।
প্লিজ, এ ঘোষণা শুনে কেউ আবার মনে করে বসবেন না, পিঁয়াজের দামের ভয়ে বিয়ে পিছিয়ে দিয়েছি। পিঁয়াজের সুদিন এবং পিঁয়াজের সুদিনের কারণে বাংলাদেশের মানুষের দুুর্দিনে পিঁয়াজ নিয়ে রাজনীতি করবেন না। যারা মনে মনে ভাবছেন, “ঠাকুর ঘরে কে রে কলা আমি খাইনি”- তাদের বলছি, মুরোদ থাকলে এ সময় একটা বিয়ের অনুষ্ঠান করে দেখান। তারপর বুঝতে পারবেন, কত পিঁয়াজে কত ঝাঁজ।
ঝাঁ-গুড়গুড় পিঁয়াজি-পিঁয়াজ ঝাঁজর-ভরা ঝাঁজ
বহু দিন পর বাজারে তা খুঁজে পেল আজ।
কয়েক দিনেই বুঝে গেছে পিঁয়াজপ্রেমী বাঙাল
ভারত ছাড়া বাংলাদেশটা অসহায় এক কাঙাল।
এক পিঁয়াজেই ঠান্ডা বাঙাল, এক পিঁয়াজেই ক্ষয়
মুরোদহীনের জোরটা গলা, লম্বা কথা কয়!
ঝাঁ-গুড়গুড় স্বাদের ইলিশ ঝাঁজর-ভরা শারদ
এক পিঁয়াজেই বুঝিয়ে দিল বিশাল কত ভারত।
চুপ বাঙাল চুপ
পিঁয়াজ ছাড়াই ইলিশে দাও রোমাঞ্চহীন ডুব।