পূর্ব বাংলার তৃতীয় গভর্নর
ফিরোজ খান নুন পাঞ্জাবের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২৬ শে মার্চ ঢাকা ত্যাগ করেন। এরপর মুসলিম লীগের প্রাক্তন সভাপতি এবং রাজনীতিবিদ চৌধুরী খলিকুজ্জামানকে পূর্ব বাংলার গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩০ মে পর্যন্ত প্রায় এক বছর দুমাস চৌধুরী খালিকুজ্জামান পূর্ববাংলার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হয় এবং যুক্তফ্রন্ট বিপুলভাবে জয়ী হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩রা এপ্রিল মুখ্যমন্ত্রী হিসাবে এ.কে. ফুজলুল হক ও অন্যান্য মন্ত্রী শপথ গ্রহণ করেন।