পূর্ব বাংলা ও পূর্ব বাংলার প্রধানমন্ত্রীগণের পরিচিতি

ড. মোহাম্মদ আমীন

পূর্ব বাংলার প্রথম প্রধানমন্ত্রী
মুসলিম লীগের খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রদেশ পূর্ব বাংলার প্রথম প্রধানমন্ত্রী। তিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট থেকে ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।

পূর্ব বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী
মুসলিম লীগের নুরুল আমিন ছিলেন পূর্ব বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৪ই সেপ্টেম্বর থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩রা এপ্রিল পর্যন্ত পূর্ব বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ব বাংলার তৃতীয় প্রধানমন্ত্রী
মুসলিম লীগের এ কে ফজলুল হক ছিলেন পূর্ব বাংলার তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩রা এপ্রিল থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দের ২৯ শে মে পর্যন্ত পূর্ব বাংলার তৃতীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গভর্নরের শাসন কায়েম
১৯৫৪ খ্রিষ্টাব্দের ২৯ শে মে থেকে ১৯৫৫ খ্রিষ্টাব্দের আগস্ট পর্যন্ত পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম ছিল। এসময় পূর্ব বাংলায় কোনো প্রধানমন্ত্রী ছিল না।

পূর্ব বাংলা প্রদেশ বিলুপ্ত
১৯৫৫ খ্রিষ্টাব্দের ১৪ই অক্টোবর পূর্ব বংলা প্রদেশ বিলুপ্ত করা হয়।

সূত্র : একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।

লিংকসমূহ

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা

জাতীয় সংগীত ও বঙ্গবন্ধু

একনজরে বঙ্গবন্ধু

বাংলাদেশের রণসংগীত পরিচিতি

Language
error: Content is protected !!