পূর্ব বাংলার প্রথম গভর্নর
১৯৪৭ খ্রিষ্টাব্দর ১৪ অগাস্ট ভারত বিভাজন হওয়ার পর পাকিস্তান রাষ্ট্র জন্ম নেয়। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব বাংলা। স্যার ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর। তিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৫ই অগাস্ট থেকে ১৯৫০ খ্রিষ্টাব্দের ৩১ শে মার্চ পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। দ্বিতীয় গভর্নর ফিরোজ খান নুন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন ও নুরুল আমিন।
পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান
১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ই অগাস্ট থেকে ১৯৫৫ খ্রিষ্টাব্দের ১৪ই অক্টোবর পর্যন্ত পাকিস্তানের পূর্ব প্রদেশ পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। ১৯৫৫ খ্রিষ্টাব্দের ১৪ই অক্টোবর পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়। এই পূর্ব বাংলা বলতে সেই সময় যে এলাকাকে বুঝানো হতো তার একটি অংশ বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। তবে পূর্ব বাংলার সীমানা বর্তমান বাংলাদেশের থেকে বড়ো ছিল। মূলত অবিভক্ত বাংলার একটি নির্দিষ্ট অংশ এই নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে পাকিস্তান শাসনামলে এই সীমানা আরও পুননির্ধারণ করা হয়। ১৯৫৫ খ্রিষ্টাব্দের ১৪ই অক্টোবর পূর্ব বাংলা প্রদেশ বিলুপ্ত করা হয়।