পৃথিবীর ইতিহাস ও নামকরণ : একনজরে পৃথিবী

ড. মোহাম্মদ আমীন

ড. মোহাম্মদ আমীন

পৃথিবীর ইতিবৃত্ত

সংক্ষেপে পৃথিবী

পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন। আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)। (প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি। মোট মহাসাগর- ৫টি। মোট মহাদেশ- ৭টি। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান। দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল। যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন। বৃহত্তম মহাদেশ – এশিয়া। বৃহত্তম রাষ্ট্র (আয়তন)- রাশিয়া। বৃহত্তম রাষ্ট্র (জনসংখ্যা)- চীন। ক্ষুদ্রতম মহাদেশ- ওশেনিয়া। ক্ষুদ্রতম রাষ্ট্র – ভ্যাটিকান

এশিয়া

 এশিয়া মহাদেশের আয়তন পৃথিবীর আয়তনের শতকরা ৩০ ভাগ।এশিয়ার বৃহত্তম দ্বীপ বোর্নিও। আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন। আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ  মালদ্বীপ।এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী সালউইন। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং৷এশিয়া তথা বিশ্বের বৃহত্তম অরণ্য তৈগা। আয়তনে এশিয়া মহাদেশে আফ্রিকার ১.৫ গুণ।

পৃথিবীর ইতিহাস ও নামকরণ : মহাসাগর : মহাসাগরের ভর গভীরতা আয়তন লবণাক্ততা : পানির পরিমাণ

পৃথিবীর ইতিহাস ও নামকরণ : চৌম্বকক্ষেত্র অভিকর্ষজাত ত্বরণ

পৃথিবীর ইতিহাস ও নামকরণ : জীবমণ্ডল : জীবমণ্ডলের গঠন: কক্ষীয় দ্রুতি

সাধারণ জ্ঞান সমগ্র

Language
error: Content is protected !!