পৃথিবীর ইতিহাস ও নামকরণ : জীবমণ্ডল : জীবমণ্ডলের গঠন: কক্ষীয় দ্রুতি

পৃথিবীর ইতিবৃত্ত

ড. মোহাম্মদ আমীন

জীবমণ্ডল

জীবণ্ডল (Biosphere) হচ্ছে পৃথিবীর সমগ্র ইকোসিস্টেমের যোগফল। এটিকে বলা যায় পৃথিবীর জীবনের এলাকা। জীবনের অস্তিত্বের সঙ্গেই জীবমণ্ডলের সম্পর্ক। জীবমণ্ডলের বিস্তৃতি ওপর-নিচে ২০ কিলোমিটারের মতো ধরা হলেও মূলত অধিকাংশ জীবনের অস্তিত্ব দেখা যায় হিমালয় শীর্ষের উচ্চতা থেকে ৫০০ মিটার নিচের সামুদ্রিক গভীরতার মধ্যেই। এখানে জীবকুল ৪.১ বিলিয়ন বছর পূর্ব থেকে বসবাস শুরু করে।

 

পৃথিবীর জীবমণ্ডলের গঠন

পৃথিবীর জীবমণ্ডলের গঠন শুরু হয় প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে। ২০১৬ খ্রিষ্টাব্দের জুলাই মাসে, বিজ্ঞানীরা পৃথিবীর সকল জীবিত জীবের উপর নিরীক্ষা চালিয়ে ৩৫৫ সেট জিনকে চিহ্নিত করেছেন লাস্ট ইউনিভার্সাল কমন এনসেস্টর হিসাবে।

 কক্ষীয় দ্রুতি

পৃথিবীর গড় কক্ষীয় দ্রুতি হল ২৯.৭৮ km/s (১,০৭,২০০ কিমি/N; ৬৬,৬০০ মা/ঘ), যা যথেষ্ট দ্রুত, এই গতিতে পৃথিবীর পরিধির সমান দূরত্ব, প্রায় ১২,৭৪২ কিমি (৭,৯১৮ মা), মাত্র সাত মিনিটে অতিক্রম করা যাবে, এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,০০০ কিমি (২,৩৯,০০০ মা), অতিক্রম করা যাবে প্রায় ৩.৫ ঘণ্টায়।


পৃথিবীর ইতিহাস ও নামকরণ : আহ্নিক গতি বার্ষিক গতি : ছায়বৃত্ত উষা গোধুলি : সৌরদিবস সৌর বছর লিপইয়ার

পৃথিবীর ইতিহাস ও নামকরণ : মহাসাগর : মহাসাগরের ভর গভীরতা আয়তন লবণাক্ততা : পানির পরিমাণ

পৃথিবীর ইতিহাস ও নামকরণ : চৌম্বকক্ষেত্র অভিকর্ষজাত ত্বরণ

সাধারণ জ্ঞান সমগ্র

 

Language
error: Content is protected !!