পৃথিবীর ইতিবৃত্ত
ড. মোহাম্মদ আমীন
ধর্ম ও বিজ্ঞানের হিসেবে পৃথিবীর বয়স
বাইবেলের বংশতালিকা বিশ্লেষণ করে জেমস উশার এবং আরো কয়েকজন খ্রিষ্টান পণ্ডিত বলেছেন, পৃথিবীর বয়স কয়েক হাজার বছর। ১৯শ শতকের বিজ্ঞানীরা বুঝতে পারেন যে পৃথিবীর বয়স কমপক্ষে কয়েক মিলিয়ন বছর। ১৮৬৪ খ্রিষ্টাব্দে লর্ড কেলভিন তাপগতিবিজ্ঞান ব্যবহার করে হিসাব করে দেখান, পৃথিবীর বয়স ২০ মিলিয়ন থেকে ৪০০ মিলিয়ন বছর, যা বিতর্কের জন্ম দেয়। ১৯শ শতকের শেষের দিকে ও ২০শ শতকের প্রথম দিকে পৃথিবীর বয়স নির্ধারণের নির্ভরযোগ্য পদ্ধতি রেডিওএক্টিভিটি ও রেডিওমেট্রিক ডেটিং আবিষ্কারের পর প্রমাণিত হয় যে, পৃথিবীর বয়স বিলিয়ন বছরেরও বেশি।
প্লাস্টিক যুগ
এখন সারা বিশ্বে প্লাস্টিকের এত বেশি আবর্জনা জমে গেছে যে অনেক বিজ্ঞানী বর্তমান যুগকে প্লাস্টিক যুগ বা প্লাস্টিসিন পিরিয়ড বলে আখ্যা দিচ্ছেন। এসব প্লাস্টিকের কিছু কিছু নতুন এক ধরনের পাথরে রূপান্তরিত হয়েছে। মিলিয়ন বছর পরেও এসব প্লাস্টিকের চিহ্ন পৃথিবীর বুকে থেকে যাবে।
পৃথিবীর ইতিহাস ও নামকরণ : জীবমণ্ডল : জীবমণ্ডলের গঠন: কক্ষীয় দ্রুতি
পৃথিবীর ইতিহাস ও নামকরণ : একনজরে পৃথিবী