পৃথিবীর ইতিবৃত্ত
ড. মোহাম্মদ আমীন
মহাসাগরের ভর, গভীরতা, আয়তন
মহাসাগরগুলোর অনুমানিক ভর হলো প্রায় ১.৩৫X১০১৮ মেট্রিক টন যা মোটামুটি পৃথিবীর মোট ভরের ১/৪৪০০ অংশ। মহাসাগরগুলোর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ৩.৬১৮X১০৮ কি.মি.২, গড় গভীরতা ৩৬৮২ মিটার; আয়তন ১.৩৩২X১০৯ কি.মি.৩। যদি পৃথিবীর সমুদ্র উপকূলের পৃষ্ঠের উচ্চতা মসৃণ উপগোলকের মতো সব জায়গায় সমান হতো তাহলে পৃথিবীর মহাসাগরগুলোর গভীরতা হত ২.৭ থেকে ২.৮ কি.মি.
পানি
পৃথিবীর মোট পানির প্রায় ৯৭.৫% লবণাক্ত; ২.৫% মিঠা পানি, তন্মধ্যে ৬৮.৭% রয়েছে বরফ হিসাবে আইস ক্যাপে এবং হিমবাহ রূপে।
সাগরের লবণাক্ততা
পৃথিবীর মহাসাগরগুলোর গড় লবণাক্ততা প্রায় ৩৫ গ্রাম লবণ প্রতি কিলোগ্রাম লবণাক্ত পানিতে (৩.৫% লবণ)। এই লবণের বেশিরভাগ পানিতে সংযুক্ত হয়েছে অগ্ন্যুৎপাতের ঘটনার ফলে বা নির্গত হয়েছে ঠান্ডা আগ্ন্যেয় শীলা থেকে।
পৃথিবীর ইতিহাস ও নামকরণ : চাঁদ চন্দ্রকলা জোয়ারভাটা চান্দ্রমাস
পৃথিবীর ইতিহাস ও নামকরণ : আহ্নিক গতি বার্ষিক গতি : ছায়বৃত্ত উষা গোধুলি : সৌরদিবস সৌর বছর লিপইয়ার