পোয়া সোয়া পৌনে

ইউসুফ খান

পোয়া সোয়া পৌনে

১. পোআ পোয়া
গোটা খাট চারপায়া, গোটা জন্তু চারপেয়ে। মানে চারটে পা পায়া পদ পাদ হলে তবে পূর্ণ। চার পা-এর মধ্যে একটা সম্পূর্ণতার ভাব আছে। তাই এক পা>পায়া>পোয়া হলো একটা ভগ্নাংশ – এক চতুর্থাংশ। চারভাগের একভাগ বোঝাতে তাই এক পোয়া। ‘রোজ পোয়াটাক গোরুর দুধ খেলে গায়ে বল পাবি।’ পোয়াটাক মানে সিকি অফ এক সের। ‘দু পোয়া বেলা হয়ে গেলো, গয়লা মিনশেটা এখনও দুধ দিয়ে গেলো না’। গ্রাফ পেপারকে আমরা চারভাগ করে বলি – প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ; four quadrants। পাদ মানে পোয়া, চারভাগের এক ভাগ। ‘পঞ্চপাদং পিতরম্‌’ মানে পাঁচপোয়া পিতৃভূমি। ঢেঁকির দুই পায়া একেকটা পোয়া।
চারপোয়া মানে সম্পূর্ণ। চারপোয়া চাল, মানে চার পোয়া-সের চাল, মানে এক সের চাল। ‘তোর বাড় বেড়ে চারপোয়া হয়েছে, এবার তোর পতন হলো বলে’। ‘কলির চারপোয়া এসে গেলো, আরও কত কী যে দেখবো’। বিন্তি খেলায় যদি সুবিধেজনক তাস হাতে পড়ে তাহলে বারো পয়েন্ট না হলেও বারো পয়েন্ট পেয়ে পায়। তাকে বলে পোয়া-বারো হওয়া।

২. সওয়া সোয়া
স-বান্ধব মানে বন্ধু সমেত। ‘সবংশে ধ্বংস হবি’ মানে বংশকে নিয়ে ধ্বংস হবি। স-পোয়া মানে, প্লাস এক পোয়া।
স-পোয়া>সওয়া>সোয়া। ‘ঠিক সোয়া দশটায় পৌঁছে যাবি’ মানে দশটা প্লাস সিকি ঘন্টায়, মানে ১০টা বেজে ১৫ মিনিটে। ‘করোনায় সওয়া লাখ লোক মারা গেছে’ মানে এক লাখ পঁচিশ হাজার লোক মরেছে। হিন্দিতে ‘সের পে সৱা সের’ মানে তুমি কি আর বড়ো হনু, আমি তারও বাড়া। সাঁওতালি ভাষাতেও এক-চতুর্থাংশ বোঝাতে পাও পওআ সওআ কথাগুলো আছে।

৩. পওনে পৌনে
উন মানে কম। ‘উনো ভাতে দুনো বল, নিত্য উনো রসাতল’ = কম খেলে শক্তি বেশি, রোজ কম হলে শক্তিনাশী। সংস্কৃতে ‘একেণ উন বিংশতি’ মানে ১ কম বিশ। উন-বিশ>উন্নিশ>উনিশ। উনত্রিশ উনচল্লিশ … উননব্বই – সবেতেই এক কম পরের সংখ্যাটা।
পাদ-উন>পোয়া-উন>পৌন>পৌনে = পোয়া-কম, মানে এক পোয়া কম এতটা। পৌনে দুই, মানে এক পোয়া কম পুরো দুই। ‘অদ্য পৌনে তিন ঘটিকায়’ মানে আজ সিকি ঘন্টা কম তিনটেয়, মানে ২টো বেজে ৪৫ মিনিটে।

এই রকম সব মাপেরই খাপে খাপ ব্যাখ্যা আছে। দেড় আড়াই আধলা সিক্কা বিরাশি-সিক্কা-থাপ্পড় … সব কিছুর। এর মধ্যে সিক্কার গল্পটা লম্বা।

 ইউসুফ খান, কলকাতা, ২০২০ জুন ১২

সূত্র: পোয়া সোয়া পৌনে, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

plagiarism কুম্ভিলক-বৃত্তি নয়, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ব্রত ব্রতী ব্রাত্য, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

সাপের হাঁচি, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

অসি ও মসি-র গল্প,  ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

না ঘরকা না ঘাটকা-র গল্প, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ঢাকাই বুলি: কলকাতার চিঠি, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

পদ্মাপারের পদবি, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ঈশ্বরচন্দ্র কেন শর্ম্মা, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ঘেটো লেটো নজরুল, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ঈশ্বরচন্দ্র কেন শর্ম্মা, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বাঁকুড়া থেকে বগুড়া, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বেশ্যারা প্রস্টিটিউট নয়, ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ইত্যাদি প্রভৃতি প্রমুখ. ইউসুফ খান, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

শুবাচ গ্রুপ এর লিংক: www.draminbd.com

All Link

All Links/1

All Links/2 শুবাচির পশ্ন থেকে উত্তর

বাক্য: গঠন-অগঠন/১

বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমীন

মৌলবাদ ও মৌলবাদী শব্দের অর্থ কী জানতে চাই

বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

আল্লাহ শব্দের বাংলা

শুবাচ বিসিএস বাংলা/১

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৩২

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/ ৩৩

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন

ইত্যাদি প্রভৃতি প্রমুখ

বেশ্যারা প্রস্টিটিউট নয়

ঢাকাই বুলি: কলকাতার চিঠি

না ঘরকা না ঘাটকা-র গল্প

অসি ও মসি-র গল্প

সাপের হাঁচি

ব্রত ব্রতী ব্রাত্য

plagiarism কুম্ভিলক-বৃত্তি নয়

পোয়া সোয়া পৌনে

Language
error: Content is protected !!