প্যারাগুয়ের অদ্ভুতড তথ্য 

প্যারাগুয়ের বাড়িঘরে সাধারণত কোনো কলিংবেল দেখা যায় না। অতিথি তালি দিয়ে তার আগমন জানায়। এটি খুব উষ্ণ দেশ বলে ঘরের দরজা জানালা প্রায় সময় খোলা রাখা হয়। সুতরাং আগুন্তুকের তালির শব্দ শুনতে কোনো অসুবিধা হয় না। ডুয়েলিং এখানে বৈধ। তবে তা শুরু করার আগে রক্তদাতা নিবন্ধন এবং ডুয়েলের সময় চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্যারাগুয়ের হোটেল ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে সস্তা। তেমনি সস্তা নারীসঙ্গ।
Language
error: Content is protected !!