প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক
ড.মোহাম্মদ আমীন
‘ইক্‌’ প্রত্যয় যুক্ত হলে শব্দের প্রথম ‘অ-কার’ সাধারণত ‘আ-কার’ হয়ে যায়।। যেমন: বর্ষ+ ইক্‌= বার্ষিক, শব্দ+ইক্= শাব্দিক। সুতরাং, ‘প্রশাসন’

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

শব্দের সঙ্গে ‘ইক্’ প্রত্যয় যুক্ত করলে হয়, ‘প্রশাসন+ ইক্‌ = প্রাশাসনিক’। তেমনি : সময় + ইক্ = সাময়িক, ধর্ম+ ইক্‌ = বার্ষিক, প্রত্যহ + ইক্ = প্রাত্যহিক, নন্দন+ইক্ = নান্দনিক, সমষ্টি + ইক্ = সামষ্টিক ইত্যাদি। এ হিসেবে ‘প্রাশাসনিক’ শব্দটিই শুদ্ধ। প্রসঙ্গত, কোন অভিধানে কীভাবে শব্দটির ব্যুৎপত্তি লেখা হয়েছে, এখানে তা বলা হচ্ছে না। এখানে কেবল ব্যাকরণের নিয়মটা বলা হচ্ছে। যদি কোথাও লেখা হয়, প্রশাসন+ ইক = প্রশাসনিক, তাহলে সেটি ভুল। কারণ, ‘প্রশাসন’ শব্দের সঙ্গে ইক্‌ প্রত্যয় যুক্ত হলে হয়: প্রাশাসনিক।

 ‘শাসন’ শব্দের সঙ্গে ইক্ প্রত্যয় যুক্ত করলে হয়, ‘শাসন + ইক =শাসনিক’। যেমন : মাস+ ইক = মাসিক, কাল + ইক = কালিক, আত্মন্ + ইক = আত্মিক, জাল+ ইক = জালিক ইত্যাদি। এভাবে, ‘শাসন’ শব্দের সঙ্গে ‘ইক’ প্রত্যয় যোগে প্রাপ্ত ‘শাসনিক’ শব্দের সঙ্গে ‘প্র’ উপসর্গ যোগ করলে হয় ‘প্র+ শাসনিক= প্রশাসনিক’। এ হিসেবে ‘প্রশাসনিক’ শব্দটিও শুদ্ধ।
‘সমসাময়িক’ এবং ‘সামসময়িক’ শব্দদ্বয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সময়+ ইক= সাময়িক।‘সমায়িক’ শব্দের সঙ্গে ‘সম’ উপসর্গ যুক্ত করলে হয়- ‘সম+সাময়িক= সমসময়িক। সুতরাং, ‘সমসাময়িক’ শব্দটি শুদ্ধ। অন্যদিকে, সমসময়+ইক= সামসময়িক। সে হিসেবে ‘সাসময়িক’ শব্দটিও শুদ্ধ।  তবে বাংলা একডেমি আধুনিক বাংলা অভিধানে ‘সমসময়িক’ শব্দটিকে ‘সামসময়িক’ শব্দের অশুদ্ধ ও প্রচলিত রূপ নির্দেশ করেছে। অন্যদিকে, সামসময়িক (সমসময়+ইক্‌)’ শব্দকে ‘সমসাময়িক’ শব্দের শুদ্ধ ও অপ্রচলিত রূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
—————————————————————————————————————————————————————–

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

Language
error: Content is protected !!