
শব্দের সঙ্গে ‘ইক্’ প্রত্যয় যুক্ত করলে হয়, ‘প্রশাসন+ ইক্ = প্রাশাসনিক’। তেমনি : সময় + ইক্ = সাময়িক, ধর্ম+ ইক্ = বার্ষিক, প্রত্যহ + ইক্ = প্রাত্যহিক, নন্দন+ইক্ = নান্দনিক, সমষ্টি + ইক্ = সামষ্টিক ইত্যাদি। এ হিসেবে ‘প্রাশাসনিক’ শব্দটিই শুদ্ধ। প্রসঙ্গত, কোন অভিধানে কীভাবে শব্দটির ব্যুৎপত্তি লেখা হয়েছে, এখানে তা বলা হচ্ছে না। এখানে কেবল ব্যাকরণের নিয়মটা বলা হচ্ছে। যদি কোথাও লেখা হয়, প্রশাসন+ ইক = প্রশাসনিক, তাহলে সেটি ভুল। কারণ, ‘প্রশাসন’ শব্দের সঙ্গে ইক্ প্রত্যয় যুক্ত হলে হয়: প্রাশাসনিক।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন