Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
প্রশাসনের অন্তরালে রিভিউ – Dr. Mohammed Amin

প্রশাসনের অন্তরালে রিভিউ

রিপন কুমার চৌধুরী

বইয়ের নাম : প্রশাসনের অন্তরালে
লেখক : ড. মোহাম্মদ আমীন (Mohammed Amin)

বইয়ের নাম থেকেই বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে প্রশাসনে কী কী ঘটছে তা এই বইয়ে চমৎকারভাবে বিধৃত আছে। লেখক ভূমিকায় বলেছেন, “এটি আমার চাকরি জীবনের অভিজ্ঞতা।” কিন্তু বইটি যখন আমি পড়ে শেষ করলাম, তখন থেকে মনে হচ্ছে

রিপন কুমার চৌধুরী

চাকরিটা আমিই পেয়েছিলাম, আর এ অর্জিত অভিজ্ঞতা আমারই। বইয়ের প্রায় প্রত্যেকটি ঘটনা মুদ্রার উভয় পিঠ থেকে বর্ণণা করা আছে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মাত্র কয়েক লাইনে এই বইয়ের রিভিউ লিখে শেষ করা আমার কর্ম নয় কিংবা সেই যোগ্যতাটুকু আমার নেই। তাই এই বইয়ের কতগুলো অসাধারণ উক্তি দিয়ে আমার লেখা শেষ করছি। আশা করছি এ থেকেই লেখকের ক্ষমতা সম্পর্কে ধারণা পাবেন।

১। ঢাকা শহরকে মনে হতো যানজট আর ইট পাথরের ঢাকা মনুষ্যভর্তি একটি পোকার ভয়ংকর ভাগাড় এবং সবুজ পত্রপল্লবহীন মোহনীয় নরক।
২। শুধু মনে রাখলে হবে না, মনে রাখা যেন কাজ হয়ে ছুটে আসে। কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদ্যোগী হয়। তোমার উত্থানের সময় আশেপাশে যারা থাকবে, পতনের সময় তুমি পতন পথে তাদের পাবে। ওঠার সময় যদি তুমি তাদের মমতা দেখাও, তোমার পতনের সময় তারাও তোমাকে মমতা দেখাবে।
৩। ধার করাকে আমি ধারাল তলোয়ারের নিচে মাথা রেখে মাথা তোলার চেষ্টার মতাে ভয়ংকর মনে করি।
৪। ক্লার্কের ক্ষমতা কিন্তু কম নয়, অনেক ক্ষেত্রে অফিসারের চেয়ে বেশি।
৫। দৃষ্টিহীনের কাছে চোখ চাওয়া যেতে পারে, তো ওই চোখ থাকা না থাকা একই কথা।
৬। স্বামী-স্ত্রী দুজনেই দরজার গােড়ায়। বেশ হাসিখুশি, কিছুক্ষণ আগের চিৎকার-চেঁচামেচির লেশমাত্র নেই। এটাই দাম্পত্য জীবন, এ জীবন এমনই ছলনার এবং ছলনার বলেই কেউ সহজে কাউকে ছেড়ে চলে যেতে পারে না। ছলনার শক্ত রশিতে আটকে থাকতে হয়; ছলনায় ছলনায় চলে যায় জীবন।
৭। তদবির যখন কথা বলে, নীতি তখন চুপ করে যায়।
৮।তদবির মানে, ‘যার জন্য তটস্থ বীর’। যা অফিসার নামক বীরদের তটস্থ করে তােলে সেটাই তদবির। এটি ছাড়া সচিবালয়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ ফাইল শীতনিদ্রার ব্যাঙ। কাজ আদায় করে নেওয়ার জন্য সবাইকে,এমনকি প্রধানমন্ত্রীকেও তদবির করতে হয়।
৯। শক্তি সঞ্চয়ের আগে শক্তির সঙ্গে লড়তে যেও না।
১০। প্রয়োজনই প্রিয়জন।
১১। নীতিবাক্য দিয়ে কাজ হবে না। এটা সচিবালয়, প্যাগোডা নয়।
১২। সবচেয়ে খারাপ রাজনীতিবিদ সবচেয়ে ভালো অফিসারটার চেয়েও যে-কোনো বিবেচনায় সহস্রগুণ উত্তম।
১৩। যেদিন থেকে আমি নীতিবান আর সৎ হওয়ার চেষ্টা শুরু করলাম, সেদিন হতে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসা শুরু হলো।
১৪। সমাজ সত্যকে পছন্দ করে, কিন্তু ভালবাসে মিথ্যাকে।
১৫। বড়দের আছে ছােট হয়ে পড়ার ভয়, ছােটদের আছে বড় হওয়ার আনন্দকর প্রত্যাশা। উর্ধ্বতনের আছে পতনের শঙ্কা, অধস্তনের আছে উপরে ওঠার শিহরিত সম্ভাবনা। সব মিলিয়ে বড়দের চেয়ে অপেক্ষাকৃত ছোটদের জীবন অনেক আনন্দমুখর।
১৬। নিজের মল যেমন-তেমন অন্যের মল ভয়ংকর।
১৭। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য অবারিত দান পাওয়ার ক্ষেত্রকে অবারিত করে রাখাই যথেষ্ট।
১৮।ময়লা হাতে হ্যান্ডশেক করলে পরিষ্কার হাতও ময়লা হয়ে যায়। আমি মনে করি, সততা শুধু পদায়নকারীর নয়, পদায়িত হতে ইচ্ছুক ব্যক্তিটিরও; তেমনিভাবে সততা শুধু সরকারি কর্মচারীদের বিষয় নয়, জনগণও এর দায় এড়াতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে জনগণই সরকারি কর্মচারীদের দুর্নীতিপরায়ণ হওয়ার জন্য উৎসাহিত করে। সরকারি কর্মচারীদের বলা হয় জনগণের সেবক বা সার্ভেন্ট এবং জনগণ তাদের প্রভু। যে প্রভু আত্মস্বার্থ সিদ্ধির জন্য সেবকের কাছে নত হয়, ছােট হয়; সে প্রভু বা জনগণ শােষিত হবেই—এতে কোনো ভুল নেই। মর্যাদা-অমর্যাদা নিজের বিষয়, নিজের আচরণের ওপরই এটি নির্ভর করে। অতএব, দুর্নীতির জন্য শুধু সরকারি কর্মচারীকে দোষ দিয়ে লাভ নেই।
১৯। চাকরির বয়স দিয়ে অভিজ্ঞতা মাপা হয়, যোগ্যতা দিয়ে নয়। যেন চুল পাকাই রবীন্দ্রনাথ হওয়ার একমাত্র শর্ত।
২০। প্রয়োজন উচিত-অনুচিত মানে না।
২১।ভালো অফিসার হতে হলে, ভালো নেতা হতে হলে ভণ্ডামি আপনাকে করতেই হবে। ভণ্ডামি ছাড়া একজন লােক বড়জোর আদর্শ মানুষ হতে পারে, তার চেয়ে বেশিকিছু নয়। এজন্য পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভণ্ডামি করতে পেরেছেন, তিনিই সবচেয়ে বিখ্যাত, অভণ্ড এবং আদর্শ হতে পেরেছেন। অতএব, মনুষ্য জীবনের সার্থকতা মূলত ভণ্ডামির কৌশল, কার্যকারণ এবং পরিমাণের ওপর নির্ভর করে।
২২। জয় যখন যোগ্যদের পেছনে দৌড়ায়, পরাজয় তখন অযোগ্যদের শরীরে ভর করে তাকে থামিয়ে রাখে।
২৩। যারা নিয়ম ভাঙতে পারে না বলে নিয়ম মানতে বাধ্য হয়, নিয়ম কেবল তাদের জন্য প্রযোজ্য।
২৪। সুনাম এবং বদনাম হচ্ছে মল আর শরীরের মতো অবিচ্ছেদ্য। দুটোই মানুষের জীবনের জন্য অনিবার্য। মলটাকে কে কত যত্নে গােপন রাখতে পারে তার ওপর নির্ভর করে সুনাম; নির্ভর করে– শরীর আর সৌন্দর্য এবং মন ও মানসিকতা।
২৫। ছাতাহীন লোকের মাথা রোদবৃষ্টি আর পাখপাখালির মলের আস্তানা হয়ে যায়।
বিন্যাস: রাশিদা আক্তার মিশু
———————————————————————————————————–

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ