প্রাকৃতিক দুর্যোগ : নদী বন্দরের জন্য বিপদ সংকেত

ড. মোহাম্মদ আমীন

নদী বন্দরের জন্য সংকেত সমূহ : নৌবিপদ সংকের ৪টি

নম্বর নৌসতর্ক সংকেত:

বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিঃমিঃ গতিবেগের কালবৈশাখী ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়।

  নম্বর নৌহুঁশিয়ারী সংকেত

বন্দর এলাকা নিম্নচাপের তুল্য তীব্রতার একটি ঝড় যার গতিবেগ ঘন্টায় অনুর্দ্ধ ৬১ কিমি বা একটি কালবৈশাখী ঝড়,যার বাতাসের গতিবেগ ৬১ কিমি বা তদুর্দ্ধ। নৌযান, এদের যে কোনটির কবলে নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে। ৬৫ ফুট বা তার কম দৈর্ঘ্যবিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।

  নম্বর নৌবিপদ সংকেত

বন্দর এলাকা ঝড়ে কবলিত। ঘন্টায় সর্বোচ্চ একটানা ৬২-৮৮ কিমি পর্যন্ত গতিবেগের সামূদ্রিক ঝড় সহসা বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সকল প্রকার নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে।

নম্বর নৌমহাবিপদ সংকেত

বন্দর এলাকা একটি প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার সামূদ্রিক ঝড়ে কবলিত এবং সহসা বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৮৯ কিমি বা তদুর্দ্ধ। সকল প্রকার নৌ-যানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ : খরা : খরার কারণ : বাংলাদেশের খরা : পাহাড় ধ্বস

প্রাকৃতিক দুর্যোগ : সিডর টর্নেডো ক্যাটরিনা নারগিস টাইফুন : টর্নেডো শব্দের উদ্ভব

প্রাকৃতিক দুর্যোগ : সমুদ্র বন্দরের জন্য বিপদ সংকেত

——————————————————————————-

বাংলাদেশ ও বাংলাদেশবিষয় সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

সাধারণ জ্ঞান সমগ্র

শুদ্ধ বানান চর্চা/১

শুদ্ধ বানান চর্চা/২

শুদ্ধ বানান চর্চা /৩

শুদ্ধ বানান চর্চা /৪

Language
error: Content is protected !!