ড. মোহাম্মদ আমীন
প্রাকৃতিক দুর্যোগ
প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি প্রাকৃতিক কিন্তু অস্বাভাবিক ও অনাকাক্সিক্ষত ঘটনা, যা মানুষের জানমাল ও সহায়সম্পদের ক্ষতি করে আর্থ-সামাজিক অবস্থার বিঘ্ন ঘটায়। এটি প্রাকৃতিক ঘটনা হলেও অনেক ক্ষেত্রে মানুষের অপরিকল্পিত ও অদূরদর্শী কাজ-কর্মের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া প্রাকৃতি দুর্যোগের কারণ সৃষ্টি করে। আসলে, প্রাকৃতিক দুর্যোগ হলো স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের এমন কোনো ব্যতিক্রম যা মানুষের আর্থসামাজিক স্বাভাবিকতার ক্ষতি করে। ঝড়, ঘূর্ণিঝড় কালবৈশাখী, টর্নেডো, ভূমিধ্বস, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, খরা, বজ্রপাত, নদীভাঙন ইত্যাদি। বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ- ভৌগোলিক অবস্থান। ঘূণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম স্পারসো (ঝচঅজজঝঙ)।
প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ
প্রাকৃতিক বিপর্যয়ের অনেকগুলো কারণের মধ্যে প্রথম হচ্ছে তাপমাত্র। ১৮৭২ খ্রিষ্টাব্দে ফরাসি গণিতবিদ ব্যারন জ্যোসেফ ফুরিয়ার পৃথিবীর তাপমাত্রা জনিত বিপর্যয়ের প্রথম আভাস দেন।