প্রাগৈতিহাসিক ভারত সম্পর্কে কয়েকটি তথ্য

প্রাগৈতিহাসিক ভারত সম্পর্কে কয়েকটি তথ্য
ভারতবর্ষে প্রথম মানুষের আবির্ভাব হয় খ্রিষ্টপূর্ব ৩ থেকে ২ লক্ষ বছরের মধ্যে। দক্ষিণ ভারত এবং সোয়ান উপত্যকা অঞ্চলে ভারতবর্ষে প্রথম আবির্ভাবের প্রমাণ মেলে। আদিম মানুষের অস্তিত্ব ছিল প্রায় ৮০০০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত। ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগের সূচনাকাল প্রায় ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ এবং স্থায়ী ছিল ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ। ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগের সূচনাকাল প্রায় ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে। নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথমে কুকুরকে পোষ মানায়। নব্যপ্রস্তর যুগে প্রথম গৃহপালিত পশু ছিল – ভেড়। তাম্রপ্রস্তর যুগের সূচনাকাল ছিল আনুমানিক ১৮০০ খ্রিষ্টপূর্ব থেকে ১০০০ খ্রিস্টপূর্ব। তাম্রপ্রস্ত যুগের নিদর্শন মেলে কাশ্মীর উপত্যকার গুফরাল নামক স্থানে। লৌহ যুগের সূচনা কাল হল আনুমানিক ১০০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টপূর্ব। উচ্চ-গাঙ্গেয় সমভূমি, বারাণসী, কোশাম্বী, শ্রাবস্তী এবং উজ্জয়িনীতে লৌহযুগের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়।

Language
error: Content is protected !!