প্রাচীন-ভারতীয় কাল গণনা
ড. মোহাম্মদ আমীন
কালের ক্ষুদ্রতম একক হচ্ছে ‘অনুপল’।
১ অনুপল = ১/১৫০ সেকেন্ড = সেকেন্ডের ১৫০ ভাগের এক ভাগ = ০.০০৬৬৬৬৬৬ সেকেন্ড প্রায়।
৬০ অনুপল = এক বিপল = ২/৫ সেকেন্ড।
৬০ বিপল = ১ পল = ২৪ সেকেন্ড।
৬০ পল = ১ দ- = ২৪ মিনিট।
২ দ- = ১ মুহূর্ত = ৪৮ মিনিট।
৭.৫ দ- = ১ প্রহর = ৩ ঘন্টা।
৮ প্রহর = ১ অহোরাত্র = ১ দিবারাত্র = ২৪ ঘণ্টা = ৩০ মুহূর্ত ৬০ দণ্ড।
অন্য একটি মতানুসারে সময়ের এক ক্ষুদ্রতম একক ‘নিমেষ’।
১ নিমেষ = ০.১০৬৬৬৬৬৬ সেকেন্ড প্রায়।
১৫ নিমেষ = ১ কাষ্ঠা = ১.৬০ সেকেন্ড।
৩০ কাষ্ঠা = ১ কলা = ৪৮ সেকেন্ড
৩০ কলা = ১ ঘটিকা = ২৪ মিনিট = ১ দ-।
২ ঘটিকা = ১ মুহূর্ত = ৪৮ মিনিট।
৩০ মুহূর্ত = ১ অহোরাত্র = ২৪ ঘণ্টা।
১৫ অহোরাত্র = ১ পক্ষ।
২ পক্ষ = ১ মাস।
২ মাস = ১ অয়ন।
২ অয়ন (দক্ষিণায়ন ও উত্তরায়ন) = সৌরবর্ষ (মনুষ্যবর্ষ) = ১ দিব্য অহোরাত্র।
৩৬৫ দিব্য অহোরাত্র = ১ দিব্যবর্ষ।
১২,০০০ দিব্যবর্ষ = ৪ যুগ = ১ যুগাবর্ত [সত্যযুগ = ৪,০০০ দিব্যবর্ষ + ত্রেতাযুগ = ৩,০০০ দিব্যবর্ষ + দ্বাপরযুগ = ২০০০ দিব্যবর্ষ + কলিযুগ = ১,০০০ দিব্যবর্ষ; মোট ১০,০০০ দিব্যবর্ষ + প্রতিযুগের জন্য ১০% যুগসন্ধ্যা ও ১০% সন্ধ্যাংশ, সর্বমোট ১২,০০০ দিব্যবর্ষ।]
১৮ যুগাবর্ত = ১ মন্বন্তর = এক জন মনুর অধিকার কাল।
১৪ মন্বন্তর = ১ ব্রাহ্ম দিবা = ৯৫,৭৭,৬০,০০০ মনুষ্যবর্ষ।
২৮ মন্বন্তর = ১ ব্রাহ্ম অহোরাত্র
৩৬৫ ব্রাহ্ম অহোরাত্র = ১ ব্রাহ্মবর্ষ।
এভাবে মহাকালপদ্ম নামের সময়ের এক বৃহৎ এককের অস্তিত্বও জানা যায়। তবে এর ব্যাপ্তি কত মনুষ্যবর্ষ তা এখনও নির্ণয় করা যায়নি।
জানা আজানা বিসিএস সাধারণ জ্ঞান লিংক