প্রাচীনকালের সময় পরিমাপ

প্রাচীন-ভারতীয় কাল গণনা

ড. মোহাম্মদ আমীন

কালের ক্ষুদ্রতম একক হচ্ছে ‘অনুপল’।
১ অনুপল = ১/১৫০ সেকেন্ড = সেকেন্ডের ১৫০ ভাগের এক ভাগ = ০.০০৬৬৬৬৬৬ সেকেন্ড প্রায়।
৬০ অনুপল = এক বিপল = ২/৫ সেকেন্ড।
৬০ বিপল = ১ পল = ২৪ সেকেন্ড।
৬০ পল = ১ দ- = ২৪ মিনিট।
২ দ- = ১ মুহূর্ত = ৪৮ মিনিট।
৭.৫ দ- = ১ প্রহর = ৩ ঘন্টা।
৮ প্রহর = ১ অহোরাত্র = ১ দিবারাত্র = ২৪ ঘণ্টা = ৩০ মুহূর্ত ৬০ দণ্ড।

অন্য একটি মতানুসারে সময়ের এক ক্ষুদ্রতম একক ‘নিমেষ’।
১ নিমেষ = ০.১০৬৬৬৬৬৬ সেকেন্ড প্রায়।
১৫ নিমেষ = ১ কাষ্ঠা = ১.৬০ সেকেন্ড।
৩০ কাষ্ঠা = ১ কলা = ৪৮ সেকেন্ড
৩০ কলা = ১ ঘটিকা = ২৪ মিনিট = ১ দ-।
২ ঘটিকা = ১ মুহূর্ত = ৪৮ মিনিট।
৩০ মুহূর্ত = ১ অহোরাত্র = ২৪ ঘণ্টা।
১৫ অহোরাত্র = ১ পক্ষ।
২ পক্ষ = ১ মাস।
২ মাস = ১ অয়ন।

২ অয়ন (দক্ষিণায়ন ও উত্তরায়ন) = সৌরবর্ষ (মনুষ্যবর্ষ) = ১ দিব্য অহোরাত্র।
৩৬৫ দিব্য অহোরাত্র = ১ দিব্যবর্ষ।
১২,০০০ দিব্যবর্ষ = ৪ যুগ = ১ যুগাবর্ত [সত্যযুগ = ৪,০০০ দিব্যবর্ষ + ত্রেতাযুগ = ৩,০০০ দিব্যবর্ষ + দ্বাপরযুগ = ২০০০ দিব্যবর্ষ + কলিযুগ = ১,০০০ দিব্যবর্ষ; মোট ১০,০০০ দিব্যবর্ষ + প্রতিযুগের জন্য ১০% যুগসন্ধ্যা ও ১০% সন্ধ্যাংশ, সর্বমোট ১২,০০০ দিব্যবর্ষ।]

১৮ যুগাবর্ত = ১ মন্বন্তর = এক জন মনুর অধিকার কাল।
১৪ মন্বন্তর = ১ ব্রাহ্ম দিবা = ৯৫,৭৭,৬০,০০০ মনুষ্যবর্ষ।
২৮ মন্বন্তর = ১ ব্রাহ্ম অহোরাত্র
৩৬৫ ব্রাহ্ম অহোরাত্র = ১ ব্রাহ্মবর্ষ।
এভাবে মহাকালপদ্ম নামের সময়ের এক বৃহৎ এককের অস্তিত্বও জানা যায়। তবে এর ব্যাপ্তি কত মনুষ্যবর্ষ তা এখনও নির্ণয় করা যায়নি।

সাধারণ জ্ঞান সমগ্র

জানা আজানা বিসিএস সাধারণ জ্ঞান লিংক

 

Language
error: Content is protected !!