প্রাচীনতম বই

পৃথিবীর এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরাতন বই Etruscan Gold Book (এট্রুসকান গোল্ড বুক) নামের এই বইটা ৭০ বছর আগে ইউরোপের বুগেরিয়াতে স্ট্রোউমা নদীর সাথে খাল খননের সময় পাওয়া গিয়েছিল।
বইটাতে ২৪ ক্যারেট নিখাদ স্বর্ণ নির্মিত ৬টি পাতা একসাথে বাঁধাই করা। বইটাতে এট্রুসকান ভাষা ব্যবহার করা হয়েছে বলে গবেষকগণ নিশ্চিত করেন। এট্রুসকান একটি অত্যন্ত প্রাচীন জাতি যারা ৩ হাজার বছর আগে লিডিয়া (আজকের তুরস্ক) থেকে মধ্য ইটালিতে এসে বাসস্থান গড়ে।

 

Language
error: Content is protected !!