ড. মোহাম্মদ আমীন
এই পোস্টের সংযোগ: https://draminbd.com/প্রাচীন-ভারতীয়-কাল-গণনা/
“প্রহর শেষ হয়ে যাচ্ছে, এক দণ্ডও থামবে না, নিমিষে বইটি নিয়ে মুহূর্তের মধ্যে চলে আসবে।” বাক্যে ব্যবহৃত

সময়জ্ঞাপক একক যথাক্রমে, ‘প্রহর’, ‘দণ্ড’, ‘নিমিষ’ ও ‘মুহূর্ত প্রাচীন ভারতীয় কাল গণনা হতে গৃহীত। লেখায় বা কথাবার্তায় প্রায়শ এসব একক ব্যবহার করা হয়। যদিও এগুলোর সময়সীমা সম্পর্কে অনেকের ধারণা নেই। বস্তুত আধুনিক লেখায় বা কথায় ব্যবহৃত এসব একক প্রাচীন-ভারতীয় কাল গণনার হিসেব অনুযায়ী নির্ধারিত নয়; মূলত কম সময় প্রকাশের প্রাসঙ্গিকতায় ব্যবহার করা হয়। নইলে নিমিষের মধ্যে বইটি নিয়ে আসা সম্ভব হতো না। পাশের চিত্রে এবং নিচের বর্ণনায় দেখুন প্রাচীন-ভারতীয় কাল গণনা অনুযায়ী এককগুলোর পরিধি।
১ পল= ২৪ সেকেন্ড।
১ নিমেষ= ১৬ মিনিট।
১ ক্ষণ= ৪ মিনিট।
১ দণ্ড= ২৪ মিনিট। (প্রাচীন ভারতে খাড়াভাবে স্থাপিত দণ্ড বা লাঠির সাহায্যে ছায়া মেপে সময় নির্ণয় করা হতো। )
১ মুহূর্ত = ৪৮ মিনিট= ১২ক্ষণ।
১ প্রহর= ৩ ঘন্টা।
৮ প্রহর= অষ্টপ্রহর =(১ দিন + ১ রাত)= ২৪ ঘন্টা।
দূরত্ব পরিমাপের প্রাচীন ভারতীয় একক
৩ আঙুল = এক মুষ্টি।
৩ মুষ্টি = এক বিঘত।
২ বিঘত = এক হাত।
৪ হাত =এক ধনু।
২০ ধনু =এক রশি
১ ক্রোশ= ২০০০ ধনু= প্রায় ২.৫০ কিলোমিটার।
১ যোজন = ৪ ক্রোশ=১০ কিলোমিটার।
সময়ের আরও কিছু হিসাব যোগ করা হলো।
১৮ নিমিষ = ১ কাষ্ঠা
৩০ কাষ্ঠা = ১ কলা
৩০ কলা = ১ ক্ষণ
১২ ক্ষণ = ১ মুহূর্ত
৩০ মুহূর্ত = ১ অহোরাত্র
১৫ অহোরাত্র= ১ পক্ষ
২ পক্ষ = ১ মাস
১২ মাস = ১ বছর
১ চতুর্যুগ =৪ যুগ(সত্য, ত্রেতা,দ্বাপর ও কলি)=১২০০০ দৈব বছর = ৪৩,১৭,০০০ মানবীয় বছর
৪ চতুর্যুগ = ১ মন্বন্তর
১৪ মন্বন্তর = ১ ব্রহ্মদিন = ১ কল্প ১২ চান্দ্রমাস= ১ চান্দ্রবছর = ১ মানবীয় বছর
১মানবীয় বছর= ১ দৈবদিন
৩৬০ দৈবদিন = ১ দৈব বছর
১২০০০দৈব্বছর= ১ দৈবযুগ =১ চতুর্যুগ
১০০ ব্রহ্মবছর=১ ব্রহ্মার আয়ুস্কাল
২ ব্রহ্মার কাল= ১ বিষ্ণুর কাল
২ বিষ্ণুর কাল= ১শিবের কাল (শিবের কাল শেষে মহাপ্রলয়।)
বি. দ্র: এই পৌরাণিক হিসাব চান্দ্রবছরে,সৌর বছরে নয়।
পতি হাতি (হস্তী) রথ ঘোড়া (অশ্ব) পদাতি সেনামুখ গুল্ম গণ বাহিনী চমু অনিকিণী ও অক্ষৌহিণী
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১