ড. মোহাম্মদ আমীন
প্রাত্যহিক প্রায়োগিক আধুনিক প্রমিত বাংলা বানান অভিধান সমগ্র
বাংলা অভিধান ও বাংলা বানানবিধির কয়েকটি গুরুত্বপূর্ণ লিংক এখানে দেওয়া হলো। নিচের লিংকসমূহে ক্লিক করলে বাংলা একাডেমির সর্বশেষ সংশোধন করা বাংলা বানানসমূহ পাওয়া যাবে। জানা যাবে বাংলা একাডেমি কেন এবং কোন বিধানের বলে কীভাবে বানানগুলো সংশোধন করেছে।

শুদ্ধ বানান চর্চা (শুবাচ) প্রমিত বানানবিধি
শুবাচ প্রমিত বাংলা বানান অভিধান, বাংলা একাডেমির সর্বশেষ সংশোধিত বানান-সহ
শুবাচ আধুনিক প্রমিত বাংলা বানান অভিধান
এক মিনিট সময় দিন বানানগুলো শিখে নিন
https://draminbd.com/প্রাত্যহিক-প্রায়োগিক-প্র/
বাংলা একাডেমি ১৯৩৬ খ্রিষ্টাব্দে প্রণীত বানান বিধি অনুসারে যেসব বানান পরিবর্তন করেছে তা নিচের পৃষ্ঠাসমুহে দেওয়া হলো:
ভুল শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
দৈন্যতা দৈন্য/ দীনতাদারিদ্রতা দারিদ্র্য/ দরিদ্রতা
কৃচ্ছ্রতাকৃচ্ছ্রউৎকর্ষতাউৎকর্ষসখ্যতাসখ্যলজ্জাষ্করলজ্জাকর
দূর্গাদুর্গাধুমপানধূমপাননূন্যতমন্যূনতমস্ববান্ধবসবান্ধবইংরেজী ইংরেজি
ক্রমশ: ১ থেকে ১৭ পৃষ্ঠা পর্যন্ত