অশুদ্ধ- শুদ্ধ
৩০১. দরকারী – দরকারি ( ব্যক্তি না বুঝালে -কারি হয়, যেমন রকমারি, সরকারি)।
৩০২. দরুণ – দরুন
৩০৩. দারিদ্রতা – দরিদ্রতা, দারিদ্র্য. দৈন্য, দীনতা
৩০৪. দারুন – দারুণ
৩০৫. দিকভ্রান্ত – দিগ্ভ্রান্ত (দিক্বিজয়, দিক্বিজয়ী, দিগ্ভ্রম, দিক্বিদিক)।
৩০৬. দিক্ষা – দীক্ষা
৩০৭. দিঘী – দিঘি
৩০৮. দীর্ঘসুত্রতা – দীর্ঘসূত্রতা
৩০৯. দুতাবাস – দূতাবাস (দূত)
৩১০. দুরবীক্ষন – দূরবীক্ষণ
৩১১. দুরাবস্থা – দুরবস্থা (দুর+অবস্থা)
৩১২. দুষ – দোষ ( অ/আ ভিন্ন স্বরের পরের স, ষ হয়)।
৩১৩. দুষ্কৃতীকারী – দুষ্কতকারী
৩১৪. দূরবীক্ষন – দূরবীক্ষণ (ক্ষ=ক্+ষ, ষ এর পরের ন, ণ হয়)
৩১৫. দূরবীণ – দুরবিন
৩১৬. দূরারোগ্য – দুরারোগ্য (দুর+আরোগ্য)
৩১৭. দূরুহ – দুরূহ
৩১৮. দূর্গ – দুর্গ (দুর্গ ও দুর্গা বানানে উ-কার)।
৩১৯. দৃঢ়করণ – দৃঢ়ীকরণ (করণ যুক্ত হলে ঈ-কার আগম হয়)
৩২০. দৃষ্টিকোন – দৃষ্টিকোণ (কোণ বানানে স্বাভাবিক ণত্ব)।
৩২১. দৃষ্ঠিভঙ্গি – দৃষ্টিভঙ্গি
৩২২. দেদীপ্যমাণ – দেদীপ্যমান
৩২৩. দেরী – দেরি
৩২৪. দৈনতা – দীনতা, দৈন্য
৩২৫. দোষনীয় – দূষণীয়
৩২৬. দৌরাত্ম – দৌরাত্ম্য
৩২৭. দ্বন্দ – দ্বন্দ্ব
৩২৮. দ্বিতীয়তঃ – দ্বিতীয়ত
৩২৯. ধজা – ধ্বজা
৩৩০. ধরণ – ধরন
৩৩১. ধাধা – ধাঁধা
৩৩২. ধারন – ধারণ
৩৩৩. ধারনা – ধারণা
৩৩৪. ধুমপান – ধূমপান (ধূম, ধূমপায়ী, ধূূম্র)।
৩৩৫. ধুর্ত – ধূর্ত
৩৩৬. ধুলি – ধূলি (কিন্তু ধুলো, ধুলা, ধুলোবালি, ধুলোময়লা)।
৩৩৭. ধুসর – ধূসর
৩৩৮. ধূলা – ধুলা
৩৩৯. ধ্বনী – ধ্বনি (ধ্বন্যাত্মক, ধ্বজা, ধ্বংসী)
৩৪০. ধ্বস – ধস (কিন্তু ধ্বস্ত, ধ্বস্তবিধ্বস্ত)।
৩৪১. ধ্রিয়মান- ধ্রিয়মাণ (ম্রিয়মাণ, প্রিয়মাণ)।
৩৪২. নচেত – নচেৎ (অনুরূপ: হঠাৎ কিন্তু উচিত, তফাত)।
৩৪৩. নচ্ছাড় – নচ্ছার
৩৪৪. নবীণ – নবীন (তবে প্রবীণ, প্রবাহিণী)।
৩৪৫. নবকরণ- নবীকরণ (নব থেকে নবীকরণ, নীবকৃত, করণ-কৃত যুক্ত হলে ঈ-কার আগম হয়)।
৩৪৬. নিক্কন – নিক্বণ
৩৪৭. নিন্দ্যনীয় – নিন্দনীয়
৩৪৮. নিরব – নীরব
৩৪৯. নিরস – নীরস
৩৫০. নিরুপন – নিরূপণ