আরও কিছু শুদ্ধ ও সংগততর বানান
ইদ (সংগততর বানান, তবে বহুল প্রচলিত ঈদ)।
গো (Cow); যেমন: গোসম্পদ, গোশালা, গোবর, গোরূপ, গোয়ালা।
ইগল (কারণ এটি ইংরেজি শব্দ)। ঈগল লিখবেন না, বিদেশি শব্দে ঈ-কার বিধেয় নয়।
এতদ্দ্বারা (এতদ্+দ্বারা); এতদ্বারা একটি হাস্যকর শব্দ।
গোরু (গোরূপ থেকে শব্দটির উদ্ভব)।
রানি (অতৎসম শব্দে ণত্ববিধি কার্যকর হয় না)।
ঘুস (অতৎসম শব্দ। তাই ষ হবে না)।
সাথি [(সঙ্গী, সহচর) এটি বাংলা শব্দ। তাই ঈ-কার নেই।]
পির (বিদেশি শব্দ, তাই ই-কার।)
ব্যাং (বিভক্তিহীন দুই অক্ষরের শব্দে সাধারণ অনুস্বার হয়।)
পাদরি (এটি বিদেশি শব্দ। তাই ঈ-কার হবে না।)
ইতঃ+পূর্বে = ইতপূর্বে/ ইতঃপূর্বে
————–
বাংলা একাডিম আধুনিক বাংলা অভিধানমতে, নিচেরগুলো নির্ধারিত:
নামাজ, রোজা, অজু/ওজুু, আজান, ফজিলত, মিরাজ. ওয়াজিব, জানাজা
মসজিদ, জিয়ারত, ফরজ, জাকাত. কুরবানি/কোরবানি, জবেহ
ভুল শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
দৈন্যতা দৈন্য/ দীনতা
দারিদ্রতা দারিদ্র্য/ দরিদ্রতা
কার্পণ্যতা কার্পণ্য/ কৃপণতা
কৃচ্ছ্রতা কৃচ্ছ্র
উৎকর্ষতা উৎকর্ষ
সখ্যতা সখ্য
লজ্জাষ্কর লজ্জাকর
দূর্গা দুর্গা
ধুমপান ধূমপান
নূন্যতম ন্যূনতম
স্ববান্ধব সবান্ধব
ইংরেজী ইংরেজি
ভুল শুদ্ধ
জানুয়ারী জানুয়ারি
ফেব্রুয়ারী ফেব্রুয়ারি
স্বরণী সরণি
মূহুর্ত মুহূর্ত
মুমুর্ষ মুমূর্ষু
স্বার্থক সার্থক
মুখস্ত মুখস্থ
প্রতিযোগীতা প্রতিযোগিতা
বিদ্যুত বিদ্যুৎ
দেশাত্ববোধক দেশাত্মবোধক
সাথী সাথি
সৌখিন শৌখিন
চৌকষ চৌকশ
ক্ষুধামন্দ ক্ষুধামান্দ্য
সৌকর্ষ সৌকর্য
আপোস আপস
বৈ কি বই কি
দর্জি দরজি
পেত্নী পেতনি
পরিস্কার পরিষ্কার
অংশীদারিত্ব অংশিদারত্ব
ফর্মুলা ফরমুলা
রাণী রানি
পন্ডিত পণ্ডিত
ঠেলা ঠ্যালা
দর্জি দরজি।
কৈ কই (মাছবিশেষ)
বৌ বউ
শ্লোগান স্লোগান
পাদ্রী পাদরি
অডিও অডিয়ো
ভিডিও ভিডিয়ো
রেডিও রেডিয়ো
গরু গোরু (গোরূপ থেকে শব্দটির উদ্ভব)।
প্রবাহমান প্রবহমান
ব্যাং গোরু (গোরূপ থেকে শব্দটির উদ্ভব)।
উত্যক্ত উত্ত্যক্ত (উৎ+ √ত্যজ্+ত)
অন্তস্থল অন্তস্তল (অন্ত+তল)
খেলোয়ার খেলোয়াড়
ভুল শুদ্ধ
তরী তরি
রজনী রজনি
অনুষ্ঠিতব্য অনুষ্ঠাতব্য
মহামারী মহামারি
বিবাদমান বিবদমান
ক্ষুধামন্দা ক্ষুধামান্দ্য
বিচারিক বৈচারিক (বিচার+ইক)
পীর পির (অনুরূপ: নবি, শহিদ, মৌলবি, কাজি)
Pages:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17