প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

ড. মোহাম্মদ আমীন

ক্রম অশুদ্ধ   শুদ্ধ ক্রম অশুদ্ধ শুদ্ধ
অলসপরতন্ত্র আলস্যপরতন্ত্র ১১ গৃহস্থিনী গৃহস্থা
আকণ্ঠ পর্যন্ত ভোজন আকণ্ঠভোজন, কণ্ঠ পর্যন্ত ভোজন ১২ গ্রাহ্যযোগ্য  গ্রাহ্য, গ্রহণযোগ্য
আতিশয্যতা আতিশয্য ১৩ ঘনিষ্ট ঘনিষ্ঠ
আয়ত্তাধীন আয়ত্ত বা অধীন ১৪ চক্ষুঃদ্বারা চক্ষুর্দ্বারা, চক্ষু দ্বারা
আরক্তিম আরক্ত ১৫ চব্যচোষ্য চর্ব্যচোষ্য
আবশ্যকীয় আবশ্যক ১৬ চোসা চোষা, চুষা
উচ্ছন্ন উৎসন্ন ১৭ জগৎবন্ধু জগদ্বন্ধু
উচ্ছসিত উচ্ছ্বসিত ১৮ জাগরুক জাগরূক
উচ্ছাস উচ্ছ্বাস ১৯ জাগ্রত জাগ্রৎ***
১০ উচ্ছ্বলিত উচ্ছলিত ২০ জাজ্জ্বল্যমান জাজ্বল্যমান

জাগ্রৎ***: একজন পণ্ডিত আমাকে বললেন, “ ‘জাগ্রত’ অবৈধ শব্দ। তাঁরমতে, ব্যাকরণগতভাবে ‘জাগ্রত’ শব্দটি অশুদ্ধ। কারণ, বাংলায় বহুল ব্যবহৃত এ শব্দটির ব্যুৎপত্তি হলো: জাগ্রৎ (স. জাগ্‌ + অৎ (শতৃ) = জাগ্রৎ) = জাগ্রৎ। তাই, ব্যাকরণ বিধি অনুযায়ী এই শব্দে ‘খণ্ড-ৎ’ আসে না। সংস্কৃত ধারার বাংলা ব্যাকরণ অনুসারে ‘জাগ্রত’  অশুদ্ধ হলেও বাংলায় বহুল প্রচলিত। অধিকন্তু, আমরা ‘জাগ্রত’ শব্দকে সংস্কৃত মনে করি না। ব্যুৎপত্তি যাই হোক, ‘জাগ্রত’ বাংলা শব্দ। অতএব, বাংলা শব্দ হিসেবে ‘জাগ্রত’ পুরোপুরি শুদ্ধ। আমরা উচ্চকণ্ঠে গেয়ে যাব- একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার


বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

Language
error: Content is protected !!