প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২
ড. মোহাম্মদ আমীন
ক্রম | অশুদ্ধ | শুদ্ধ | ক্রম | অশুদ্ধ | শুদ্ধ |
১ | আলস্যপরতন্ত্র | ১১ | গৃহস্থা | ||
২ | আকণ্ঠভোজন, কণ্ঠ পর্যন্ত ভোজন | ১২ | গ্রাহ্য, গ্রহণযোগ্য | ||
৩ | আতিশয্য | ১৩ | ঘনিষ্ঠ | ||
৪ | আয়ত্ত বা অধীন | ১৪ | চক্ষুর্দ্বারা, চক্ষু দ্বারা | ||
৫ | আরক্ত | ১৫ | চর্ব্যচোষ্য | ||
৬ | আবশ্যক | ১৬ | চোষা, চুষা | ||
৭ | উৎসন্ন | ১৭ | জগদ্বন্ধু | ||
৮ | উচ্ছ্বসিত | ১৮ | জাগরূক | ||
৯ | উচ্ছ্বাস | ১৯ | জাগ্রৎ*** | ||
১০ | উচ্ছলিত | ২০ | জাজ্বল্যমান |
জাগ্রৎ***: একজন পণ্ডিত আমাকে বললেন, “ ‘জাগ্রত’ অবৈধ শব্দ। তাঁরমতে, ব্যাকরণগতভাবে ‘জাগ্রত’ শব্দটি অশুদ্ধ। কারণ, বাংলায় বহুল ব্যবহৃত এ শব্দটির ব্যুৎপত্তি হলো: জাগ্রৎ (স. জাগ্ + অৎ (শতৃ) = জাগ্রৎ) = জাগ্রৎ। তাই, ব্যাকরণ বিধি অনুযায়ী এই শব্দে ‘খণ্ড-ৎ’ আসে না। সংস্কৃত ধারার বাংলা ব্যাকরণ অনুসারে ‘জাগ্রত’ অশুদ্ধ হলেও বাংলায় বহুল প্রচলিত। অধিকন্তু, আমরা ‘জাগ্রত’ শব্দকে সংস্কৃত মনে করি না। ব্যুৎপত্তি যাই হোক, ‘জাগ্রত’ বাংলা শব্দ। অতএব, বাংলা শব্দ হিসেবে ‘জাগ্রত’ পুরোপুরি শুদ্ধ। আমরা উচ্চকণ্ঠে গেয়ে যাব- একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ