পড়া ও পরা

ড. মোহাম্মদ আমীন
এই পোস্টের সংযোগ: https://draminbd.com/পড়া-ও-পরা/
(সে লুঙ্গি পরছে, হঠাৎ লুঙ্গিখানা পড়ে গেল; ফলে সে ভীষণ লজ্জায় পড়ে গেল।)
‘পরা’ ও ‘পড়া’ শব্দের প্রয়োগ নিয়ে সংশয় দেখা দিলে মনে মনে ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন ‘ওটা পরিধানযোগ্য কি না? যদি পরিধানযোগ্য (wear) হয়, কিংবা শরীরে ধারণ করা হয় তাহলে লিখুন ‘পরা’; অন্যথায় লিখুন ‘পড়া’। এ বিষয়ে বিস্তারিত নিচে দেওয়া হলো :
২. পড়া : Read বা পাঠ করা অর্থে ‘পড়া’ হয়। যেমন চিঠি পড়া, বই পড়া, পত্রিকা পড়া, কলেজে পড়া, দোয়াদরুদ পড়া, মাদ্রাসায় পড়া, মক্তবে পড়া, কোরআন পড়া, গীতা পড়া। Fall বা পতন ঘটা বা পতন হওয়া অর্থে ‘পড়া’ হয়। যেমন : বাজ পড়া, গাছ পড়া, বৃষ্টি পড়া, আম পড়া, উল্কা পড়া, আকাশ ভেঙে পড়া, পাহাড় ধ্বসে পড়া প্রভৃতি। যৌগিক ও মিশ্র বা হার্দিক বা মনোগত ক্রিয়াপদে ‘পড়া’ হয়। যেমন : প্রেমে পড়া, বসে পড়া, শুয়ে পড়া, ঠাণ্ডা পড়া, ভেঙে পড়া, মনে পড়া, রোগে পড়া, ঘুমিয়ে পড়া, গরম পড়া, নেমে পড়া, নেশায় পড়া, ধ্বসে পড়া, গায়ে পড়া, বিপদে পড়া, নেমে পড়া, চিন্তায় পড়া, সংকটে পড়া প্রভৃতি। প্রার্থনা প্রকাশেও ‘পড়া’ হয়। যেমন : নামাজ পড়া।
৩. পরা : wear বা পরিধান অর্থে ‘পরা’ হবে। কাপড়, পোশাক, বস্ত্র, পাদুকা, টুপি, গামছা, শাড়ি প্রভৃতি পরিধান করা অর্থে এবং অলংকার, প্রসাধন তাবিজ, মাদুলি, পৈতা প্রভৃতি দেহে ধারণ করার ক্ষেত্রে ‘পরা’ হয়। যেমন : জামা পরা, লুঙ্গি পরা, শাড়ি পরা, হিজাব পরা, জুতো পরা, টুপি পরা, টাই পরা, চুড়ি পরা, সিঁদুর পরা, নাকফুল পরা, দুল পরা, আংটি পরা, আলতা পরা, তাবিজ পরা, মাদুলি পরা, পৈতা পরা, তিলক চন্দনের ফোটা পরা প্রভৃতি।
৪. পড়া-পরা : একটি জিনিস আছে যা পড়া যায় আবার পরাও যায়। সেটি হচ্ছে চটি।‘চটি’ পড়া যায় আবার পরাও যায়। ‘চটি’ শব্দের বিভিন্ন অর্থ আছে। প্রথম অর্থ জুতাবিশেষ। এক্ষেত্রে ‘চটি পরা’ মানে চটিজুতা পরিধান করা। দ্বিতীয় অর্থ পুস্তিকা। পুস্তিকা হলে ‘চটি পরা’র কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনাকে ‘চটি পড়’তে হবে।
পড়ার এর একটা বিশেষত্ব আছে। ঘুমিয়ে পরা যায় না, পড়া যায়।
সূত্র : পড়া ও পরা, বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/

বাংলা বানান

জঞ্জাল দিবস 

Language
error: Content is protected !!