পড়া কত প্রকার ও কী কী জানতে হলে পড়ুন

পড়া শুরু করলে বুঝবেন পড়ার কোনো শেষ নেই 

ড. মোহাম্মদ আমীন

ত রকম পড়া পড়ে আছে পড়ে দেখুন। উদাহরণ পেড়ে ব্রেকেটে পড়া শব্দের অর্থটি দেওয়া হলো। এরকম আর কোনো পড়া (পৃথক অর্থের) আপনার মনে পড়ে?

১. গাছ থেকে পড়া (পতিত হওয়া, যে কোনোভাবে হোক নিচে পড়া)।
২. মনে পড়া ( স্মরণ হওয়া)।
৩. কবিতা পড়া ( অধ্যয়ন বা আবৃত্তি করা)।
৪. নামাজ পড়া (উপাসনা করা)।
৫. জালে মাছ পড়া ( আবদ্ধ হওয়া)

৬. শুয়ে পড়া ( শরীর এলিয়ে দেওয়া)।
৭. মরচে পড়া (ধরা, লাগা)।
৮. অসুখে পড়া (আক্রান্ত হওয়া)।
৯. শীত পড়া, গরম পড়া ( আরম্ভ হওয়া)।
১০. পাতা পড়া (ঝরা)।

১১. চোখে পড়া ( গোচরে আসা)।
১২. দাম পড়া ( মূল্য হ্রাস পাওয়া)।
১৩. বিপদে পড়া (বিপদগ্রস্ত হওয়া)।
১৪. পায়ে পড়া (নত হওয়া)।
১৫. চুল পড়া ( উৎপাটিত হওয়া)।

১৬. পিছিয়ে পড়া (পশ্চাৎপদ হওয়া)।
১৭. খরচে পড়া (ব্যয় হওয়া)।
১৮. রাগ পড়া ( শান্ত হওয়া)।
১৯. টাক পড়া ( সৃষ্ট হওয়া)।
২০. পিছলে পড়া (আছাড় খাওয়া)

২১. গলে পড়া, নুয়ে পড়া (বিগলিত হওয়া)।
২২. বাকি পড়া (অনিষ্পন্ন থাকা)।
২৩. বেলা পড়া (অবসান হওয়া)।
২৪. আকাশ থেকে পড়া (বিস্মিত হওয়া)।
২৫. প্রেমে পড়া ( আকৃষ্ট বোধ করা)।

২৬. গায়ে পড়া (ঢলা)।
২৭. ভেঙে পড়া (বিধ্বস্ত হওয়া)।
২৮. বসে পড়া ( ক্ষতির সম্মুখীন হওয়া)।
২৯. পেটে কিছু পড়া ( খিদে মেটা)।
৩০. রক্ত পড়া (ক্ষরিত হওয়া)।

৩১. কেটে পড়া (অন্যের অগোচরে চম্পট দেওয়া)।
৩২. রাগে পড়া (রাগের কবলে নিপতিত হওয়া)।
৩৩. পড়া পড়া ( শিক্ষকের নির্ধারিত করে দেওয়া পড়া শেখা)।
৩৪. পানি পড়া (মন্ত্রপূত জল)।
৩৫. মাটিতে পড়া (জন্ম হওয়া, ক্ষতির সম্মুখীন হওয়া)।

৩৬. ধরা পড়া (ধৃত হওয়া)।
৩৭. মন পড়া ( অন্যের মনের কথা বুঝতে পারা)।
৩৮. আগুনে পড়া ( বিপদে পড়া, কঠিন সমস্যায় নিপতিত হওয়া)।
৩৯. মুখে ফুলচন্দন পড়া ( ভালো কথা বা সুখবরের জন্য প্রশংসামূলক আশীর্বাদ জ্ঞাপন)।
৪০. হামলে পড়া ( আক্রমণ করা, সদলবলে আক্রমণ করা)।

৪১. বল পড়া (শক্তি ক্ষয় হয়ে যাওয়া, হয়রান হয়ে যাওয়া)।
৪২. বাজ পড়া ( হঠাৎ বিপদ এসে হানা দেওয়া)
৪৩. ছানি (চোখে) পড়া (রোগবিশেষ)।
৪৪. কোথাও (স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয়) পড়া [ অধ্যয়ন (স্থানিক) করা]
৪৫. মুখ পড়া ( নজর লাগা)।

৪৬. মন্ত্র পড়া (পূজায় বেদ প্রভৃতি ইত্যাদি থেকে শ্লোক আবৃত্তি করা)।
৪৭. সটকে পড়া (চম্পট দেওয়া)।
৪৮. ছিটকে পড়ে ( বিচ্ছিন্ন হয়ে যাওয়া)। দল থেকে তিনি ছিটকে পড়েছেন।
৪৯. পড়া (পঠন, লেখাপড়া, বইপড়া)। প্রয়োগ : পড়ার প্রকারগুলি পড়া হয়েছে আমার।
৫০. ফাঁদে পড়া (বিপদে পড়ে, ষড়যন্ত্রের বলি হওয়া)।

৫১. চুনকালি পড়া (বদনাম হওয়া)।
৫২. (চোখের নিচে) কালি পড়া ( ক্লান্তি বা অতিশ্রমের কারণে স্বাস্থ্য হানির লক্ষণ পাওয়া)।
৫৩. সংকটে পড়া (বিপদগ্রস্ত হওয়া)।
৫৪. পেটে(কিছু) পড়া (খাওয়া)।
৫৫. কান পড়া (দেওয়া), [কুমন্ত্রণা দেওয়া]।

৫৬. চোখে পড়া (কারো লক্ষে চলে আসা)।
৫৭. ডাক পড়া (পালা)।
৫৮. আটকে পড়া (আবদ্ধ হয়ে যাওয়া)।
৫৯. পড়া ( পঠন, লেখাপড়া করা, বইপড়া প্রভৃতি)।

প্রসঙ্গত, যেভাবেই হোক না কেন, পরিধেয় হলে পরা। যেমন : পোশাক পরা, তাবিজ পরা, অলংকার পরা, চটি (জুতো) পরা প্রভৃতি। দুই প্রকার চটি আছে। একটি পরতে হয় এবং অন্যটি পড়তে হয়। কোনটি পড়বেন এবং কোনটি পরবেন বুঝেশুনে করবেন।

বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।


বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন

সাধারণ জ্ঞান সমগ্র

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

কীভাবে হলো দেশের নাম

শুদ্ধ বানান চর্চা/৪

শুদ্ধ বানান চর্চা/৩

শুদ্ধ বানান চর্চা/২

শুদ্ধ বানান চর্চা/১

Language
error: Content is protected !!