পড়ুন হাসুন আর বাংলা শিখুন

SalMa Sara

পড়ুন হাসুন আর বাংলা শিখুন

পড়ুন, হাসুন আর বাংলা শিখুন —————
সাবিনা, বাসার অন্য সব কাজ বাদ দিয়ে বাংলা বানান শিখছিল।
দাদি বলল, এ বয়সে বাংলা বানান শিখলে পিঠা বানান কখন শিখবে? দুদিন পর বিয়ে। শ্বশুরবাড়ি গিয়ে করবেটা কী শুনি?
পরদিন সাবিনা শিক্ষককে বলল, স্যার, আমি বাংলা বানান শিখব না।
কী শিখবে?
আমি পিঠা বানান শিখব। আমাকে পিঠা বানান শেখান।
শিক্ষক বললেন, প-এ দাও হ্রস্ব ইকার, ঠ-এ দাও আকার।
এত সহজ পিঠা বানান?

উৎস: ‘বাঙালির বাংলা হাসি’, ড. মোহাম্মদ আমিন

শুবাচ লিংক:  পড়ুন হাসুন আর বাংলা শিখুন, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

উক্তি

উক্তির বই পড়ছিলেন মার্ক টোয়েন। এসময় এক লেখক ও দার্শনিক বন্ধু এসে মার্ক টোয়েনকে বললেন, উক্তির সারবত্তা কী?
মার্ক টোয়েন বললেন, সব উক্তিই মিথ্যা— এটিই উক্তির সারবত্তা।
কিন্তু!
কিন্তু আবার কী; আমার এই উক্তিটাও মিথ্যা।
সত্য উক্তি কোনটা?
মার্ক টোয়েন বললেন, যার মামা নেই তার কাছে “নাই মামার চেয়ে কানা মামা ভালো” উক্তিটি সত্য।
যার মামা আছে?
তার কাছে, “কানা মামার চেয়ে নাই মামা ভালো” উক্তিটি সত্য।
——————————————————–
সূত্র: বিখ্যাতদের কৌতুক: হাস্যরস ও প্রজ্ঞাযশ (১ম খণ্ড), ড. মোহাম্মদ আমীন

পড়ুন, হাসুন আর ইদ আনন্দে মেতে উঠুন
( হাসির মাঝে শুদ্ধ বাংলা শিখে নিজেকে বিশুদ্ধ করার উত্তম প্রয়াসে— ড. মোহাম্মদ আমীন)

গ্রাম থেকে ভানুর সঙ্গে তাঁর এক ভক্ত দেখা করতে এসেছে। মাঝে মাঝে তিনি আসেন। ভানু শিষ্যকে দেখে ডাক দিলেন : বহুদিন পর এলে।
শিষ্য : পেন্নাম হই গুরু।
ভানু : পেন্নাম নয় প্রণাম, এখানে একটা র-ফলা লাগাও।
শিষ্য : ভেম হয়ে গেছে গুরু, ভেম।
ভানু : ভেম নয় ভ্রম, এখানেও একটা র-ফলা লাগাও।
শিষ্য : আমরা গামের লোক এতকিছু কী বুঝি!
ভানু : গাম নয় গ্রাম, এখানেও একটা র-ফলা লাগাও।
শিষ্য : পেত্যেক কথাতেই কি র-ফলা লাগাতে হবে?
ভানু : পেত্যেক নয় প্রত্যেক, এখানেও র-ফলা লাগবে।
শিষ্য: ব্রেশ, ব্রেশ ঠ্রিক আছ্রে, ল্রাগ্রাচ্ছি গ্রুরু৷
ভানু : ওরে বাবা, আর লাগবে না।
শিষ্য : তা হলে পেনাম হই ঠিক আছে তো?
ভানু : যাও বাবা এখন, ঠ্রিক আছে, স্রব ঠ্রিক আছে, ত্রোমার প্রায়ে প্রড়ি।

উৎস: বাঙালির বাংলা হাসি, ড. মোহাম্মদ আমীন।

SalMa Sara, শুবাচ লিংক

পড়ুন, হাসুন আর ইদ আনন্দে মেতে উঠুন, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

পড়ুন হাসুন আর বাংলা শিখুন, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

উক্তি, SalMa Sara,  ‍শুদ্ধ বানান চর্চা ( শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ১, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ২, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি – ৪, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

আবেগ-শব্দ, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

কান নিয়ে টানাটানি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

দশ হাতের গল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, ওয়েব লিংক
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক
Language
error: Content is protected !!