ড. মোহাম্মদ আমীন
‘ফলদ’ না কি ‘ফলজ’ কোনটা সঠিক?
উত্তর: সঠিক বানান ও অর্থবহ শব্দ: ফলদ; উচ্চারণ- ফলোদো।ফলজ অর্থ হতে পারে ফলে যা জন্মে। ফলে কি জন্মে? ফল কি মাটি না পানি, না কি বায়ু?
ফলদ: সংস্কৃত ফলদ (ফল+√দা+অ) অর্থ— (বিশেষণে) ফল দেয় এমন (আমগাছ), ফলদায়ক; সিদ্ধিদায়ক, উপকার করে এমন।
জলজ: সংস্কৃত জলজ (জল+√জন্+অ) অর্থ— (বিশেষণে) জলে জাত, জলে জন্মায় এমন (শাপলা); জলে বিচরণ করে এমন (মাছ)।
এই হিসেবে ফলজ অর্থ হতে পারে ফলে জাত, ফলে জন্মায় যা, ফলে বিচরণ করে এমন। কিছু কিছু পোকা কীটপতঙ্গ ফলে জন্মায় বা ফলে বিচরণ করে। এসব পোকামাকড়কে ফলজ বলা যায়। সুতরাং, ফলজ বানানের কোনো শব্দ যদি গঠন করা হয় তো অর্থ হতে পারে (বিশেষ্যে) পোকামাকড়, কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া। যা নিতান্তই হাস্যকর।
লিংক: https://draminbd.com/শুদ্ধ-বানান-চর্চা-শুবাচ-থ/
লিংক: https://draminbd.com/শুদ্ধ-বানান-চর্চা-শুবাচ-থ-2/
লিংক: https://draminbd.com/শুদ্ধ-বানান-চর্চা-শুবাচ-থ-3/
শুবাচ -ওয়েবসাইট: www.draminbd.com
সূত্র:
১, ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
২. বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
৩. কোথায় কী লিখবেন বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.