Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
ফিফার প্রথম নারী মহাসচিব – Dr. Mohammed Amin

ফিফার প্রথম নারী মহাসচিব

ফিফার প্রথম নারী মহাসচিব ফাতমা সামোরা

প্রথম নারী হিসেবে ফিফা মহাসচিব পদে নিয়োগ পেলেন সেনেগালের ফাতমা সাম্বা দিওফ সামৌরা।
 ২১ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ফাতমা সাম্বা।
১৯৯৫ খ্রিষ্টাব্দে জাতিসংঘে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন দেশে কাজ করেছেন তিনি।
ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফার সদস্য সংখ্যা হলো ২১১
জিব্রাল্টার এবং কসোভো এ দুটি নতুন দেশকে নিয়ে এখন ফিফার সদস্য সংখ্যা হলো ২১১।
ফিফার ২১১তম সদস্য হিসেবে গ্রহণ করা হয় জিব্রাল্টারকে।
ফিফার ২১০তম সদস্য হয় কসোভো।