ফি ফি

ফি ফি
বাংলায় ‘ফি’ দুপ্রকার। একটি ফারসি ‘ফি’ এবং অন্যটি আরবি ‘ফি’। দুটোর বানান ও উচ্চারণ অভিন্ন, তবে পদে ভিন্ন। তাই বাক্যে বসে পদ রূপ ধারণ না করলে তাদের যথার্থ অর্থ বলা যায় না। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত ফারসি ‘ফি’ শব্দের অর্থ প্রত্যেক, প্রতি ( ফি সপ্তাহে)।
উদাহরণ:  ফিরোজ তো আর ফি রোজ আমাদের বাসায় আসে না (শিবরাম চক্রবর্তী)।
অন্যদিকে, একই অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ইংরেজি ‘ফি’ শব্দের অর্থ দর্শনি (ডাক্তারের ফি), বেতন, মাহিনা, মাশুল প্রভৃতি। অনেকে মাহিনা, দর্শনি বা মাশুল অর্থে ‘ফী’ লিখেন। এটি ঠিক নয়। বাংলা একাডেমি কেবল ফি বানানকে প্রমিত করেছে। কেননা, এটি বিদেশি শব্দ।
উদাহরণ: ফিরোজ ডাক্তারের ফি দেড় হাজার টাকা। ফি দিন ফিরোজ লাখ টাকা ফি নিয়ে বাসায় ফিরেন।

মনে রাখুন শব্দগুলো

অচিন্ত্যনীয়। কাটমোল্লা। কিঞ্চিৎ। চৌকশ।
শিহরন।(‘শিহরণ’ নয়) গোরু।যদি-না।
ব্যাবহারিক। যদি-বা।  যদ্যপি।
যতবার যতিচিহ্ন।
হজরত।

রমণ ও রমণ

রমণ রমণ করে রমণী নিয়ে।
১ম রমণ : স্বামী।
২য় রমণ: রতিক্রিয়া।
রমণী : পত্নী।

গোলাগুলি গোলাগুলি ও গুলি

গোলাগুলির মাঝে গোলাগুলি নিয়ে গেল লোকগুলি
প্রথম গোলাগুলি: অস্ত্র চালাচালি। বন্দুকের গুলি চালাচালি।
দ্বিতীয়  গোলাগুলি : বারুদগুলি।
গুলি: বহুবচনজ্ঞাপক পদ।
—————————-

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

Language
error: Content is protected !!