ড. মোহাম্মদ আমীন
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতাটির রচয়িতা কবি নির্মলেন্দু গুণ। ওই কবিতাটির নাম ছিল ‘প্রচ্ছদের জন্য: শেখ মুজিবুর রহমানকে’। কবি নির্মলেন্দু গুণ ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১২ই নভেম্বর কবিতাটি লিখেছিলেন। গুণ যখন কবিতাটি লিখেন, তখন শেখ মুুজিবুর রহমান ছিলেন কারাগারে। কবিতাটি এই নামে প্রথম দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। পরে কবি, কবিতার নাম পরিবর্তন করে নতুন নাম দেন— ‘স্বদেশের মুখ শেফালি পাতায়’। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথম কবিতাটিও লিখেছিলেন নির্মলেন্দু গুণ। কবিতাটির নাম ছিল— ‘এ লাশ আমরা রাখবো কোথায়’। ১৯৭৮ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যতরুণ গোষ্ঠীর একুশে স্মরণিকায় ‘এ লাশ আমরা রাখবো কোথায়’ নামের কবিতাটি প্রথম প্রকাশিত হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর এটিই ছিল প্রথম প্রতিবাদী কবিতা।
জয় বাংলা শ্লোগানের উৎস
নজরুল ইসলামের কবিতার পঙ্ক্তি— ‘‘বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, জয় বাংলা’’, থেকে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার জনপ্রিয় ‘‘জয় বাংলা’’ শ্লোগানটি নিয়েছেন।
দেশের প্রথম শত্রুমুক্ত প্রথমজেলা
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে দেশের শত্রুমুক্ত প্রথম জেলা—যশোর। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই ডিসেম্বর যশোর জেলা শত্রুমুক্ত হয়।
সূত্র : একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।