বঙ্গবন্ধুর সন্তানদের নামকরণ ইতিহাস

বঙ্গবন্ধুর সন্তানদের নামকরণ-ইতিহাস
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৫ই অগাস্ট জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের ন্যায় বঙ্গবন্ধুও ছিলেন তুর্কি বীর কামাল আতাতুর্কের ভক্ত, শ্রদ্ধাও করতেন। সেই ভক্তি-শ্রদ্ধার স্মরণে বঙ্গবন্ধু, ‘কামাল আতাতুর্ক’-এর নামের প্রথম অংশ কামাল থেকে তার জ্যেষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন শেখ কামাল। শেখ জামালের নাম রাখা হয় মিশরের প্রেসিডেন্ট ‘জামাল আবদুল নাসের’- এর নামের প্রথম অংশ থেকে। শেখ রাসেলের নামকরণের একটি রহস্য রয়েছে। বঙ্গবন্ধু বার্টান্ড রাসেলের ভক্ত ছিলেন। তিনি মাঝে মাঝে স্ত্রী ফজিলাতুন্নেসাকে বার্টান্ড রাসেল সম্পর্কে বলতেন। ফলে, বঙ্গবন্ধু পত্নীও বাটার্ড রাসেলের অনুরাগী হয়ে পড়ে। এই ভক্তি-অনুরাগ থেকে দুজন মিলে তাদের সর্বকনিষ্ঠ সন্তানের নাম রাখেন শেখ রাসেল।

Language
error: Content is protected !!