ইসলামিয়া কলেজের বর্তমান নাম
বঙ্গবন্ধু কলকাতায় অবস্থিত ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন। “ইসলামিয়া কলেজ, কলকাতা”-এর বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এই কলেজের নাম পরিবর্তন করে রাখে ‘মধ্য কলকাতা কলেজ’। ১৯৬০ খ্রিষ্টাব্দে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আজাদের নামানুসারে কলেজের বর্তমান নামটি রাখা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সরকারি কলেজটি মধ্য কলকাতায় অবস্থিত। ১৯২৬ খ্রিষ্টাব্দের ৯ই ডিসেম্বর বাংলার গভর্নর ভিক্টর বুলওয়ার-লিটন, সেকেন্ড আর্ল অফ লিটন এই কলেজ স্থাপন করেন। কলেজের আদি নাম ছিল ইসলামিয়া কলেজ। হাজি মহম্মদ মহসিন কিদোয়াই এই কলেজ ক্যাম্পাসের জমি দান করেছিলেন। কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল কলকাতা তথা বাংলার মুসলমানদের শিক্ষাগত উন্নতিসাধন। এখনও এই কলেজের ছাত্রদের বেশির ভাগ কলকাতার উর্দুভাষী এবং বাঙালি মুসলমান। যদিও বর্তমানে কলেজটি সকল সম্প্রদায়ের জন্য উন্মুক্ত। (ড. মোহাম্মদ আমীন)
উৎস: একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।