বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান

ড. মোহাম্মদ আমীন
পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী
বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দর মোশতাক আহমেদ। তিনি বাংলাদেশের প্রথম সংসদ বিষয়ক মন্ত্রীও ছিলেন। খন্দকার মোশতাক আহমেদ (১৯১৮ – মার্চ ৫, ১৯৯৬) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারে পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। দেশ স্বাধীন হবার পর তিনি বঙ্গবন্ধু সরকারে বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দের তাঁকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি বাকশালের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হবার পর মোশতাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। এই পদে তিনি মাত্র ৮৩ দিন ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেবার পর তিনি ইনডেমিনিটি বিল পাশ করেন। তিনি “জয় বাংলা” স্লোগান পরিবর্তন করে তদস্থলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান এবং “বাংলাদেশ বেতার” নাম পরিবর্তন করে “রেডিও বাংলাদেশ” করেন। তাঁর শাসনামলে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মো: মনসুর আলী এবং এ. এইচ. এম. কামরুজ্জামানকে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এর মাত্র দুদিন পর ১৯৭৫ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর মোশতাক আহমেদ সেনাবিদ্রোহের দ্বারা অপসারিত হন। এসব কারণে তিনি জাতীয় বেইমান হিসেবে সর্বজন নিন্দিত। ধারণা করা হয়, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার হত্যার পিছনে তিনিও জড়িত ছিলেন।

লিংকসমূহ

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা

জাতীয় সংগীত ও বঙ্গবন্ধু

একনজরে বঙ্গবন্ধু

বাংলাদেশের রণসংগীত পরিচিতি

পূর্ব বাংলা ও পূর্ব বাংলার প্রধামন্ত্রীগণের পরিচিতি

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/২

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৩

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৪

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৫

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৬

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৭

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৮

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৯

একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।

Language
error: Content is protected !!