ড. মোহাম্মদ আমীন
বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী
এ এইচ এম কামরুজ্জামান নামে সমধিক পরিচিত আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান (২৬ জুন ১৯২৬ – ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম কৃষি মন্ত্রী এবং বাংলাদেশের প্রথম সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। বর্তমান নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়ার মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন নূরপুর গ্রামে মামার বাড়িতে ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৬শে জুন এ এইচ এম কামারুজ্জামান জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি ছিল রাজশাহী জেলার কাদিরগঞ্জ মহল্লায়। তাঁর ডাক নাম ছিল হেনা। তার বড়ো ছেলে এ এইচ এম খাইরুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর কামারুজ্জামান-সহ আরো তিন নেতাকে গ্রেফতার করা হয়। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ৩রা নভেম্বর ভোর সাড়ে চারটায় কারাগারের অভ্যন্তরে তাকে-সহ আরো তিন নেতাকে কিছু সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে।