ড. মোহাম্মদ আমীন
বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. মনসুর আলী (১৬ জানুয়ারি ১৯১৯ – ৩ নভেম্বর ১৯৭৫) ছিলেন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী। এছাড়া তিনি
বাংলাদেশের প্রথম বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম পরিবহণ মন্ত্রীও ছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৫ খ্রিষ্টাব্দের ২৪ শে ফেব্রুয়ারি সকল দলকে একত্রিত করার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু করেন। এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি শেখ মুজিবুর রহমান গঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) সাধারণ সম্পাদক হন। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ৩রা নভেম্বর মধ্যরাতে অন্য তিন জাতীয় নেতার সঙ্গে তাঁকেও কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তিনি ১৯৯৬-২০০১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০১৩ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সূত্র : একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।