বাংলাদেশের প্রথম স্পিকার (গণ পরিষদ)
বাংলাদেশের প্রথম স্পিকার (গণ পরিষদ) ছিলেন শাহ আব্দুল হামিদ। তিনি ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ই এপ্রিল থেকে ১৯৭২ খ্রিষ্টাব্দের ১লা মে পর্যন্ত বাংলাদেশের
জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি ১৮৯০ খ্রিষ্টাব্দের ১লা মে তৎকালীন ব্রিটিশ ভারতের রংপুর জেলার গোবিন্দগঞ্জের খালসি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩০ খ্রিষ্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অসহযোগ আন্দোলনে যুক্ত হন। ১৯৩৬ খ্রিষ্টাব্দে তিনি মুলসিমলীগে যোগ দেন এবং ১৯৪১ খ্রিষ্টাব্দে রংপুর জেলা বোর্ডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৫৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৪৫ খ্রিষ্টাব্দে তিনি ভারতের আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৬৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭০ খ্রিষ্টাব্দে তিনি আওয়ামী লীগ থেকে গোবিন্দগঞ্জ-পলাশবাড়ি আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ খ্রিষ্টাব্দের ১লা মে মারা যান।

লিংকসমূহ
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা
পূর্ব বাংলা ও পূর্ব বাংলার প্রধামন্ত্রীগণের পরিচিতি
বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান
বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/২
বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৩
বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৪
বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৫
বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৬
সূত্র : একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা