বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান

ড. মোহাম্মদ আমীন
বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান
জেনারেল এম.এ. জি. ওসমানী নামে পরিচিত মুহাম্মদ আতাউল গণি ওসমানী (১ সেপ্টেম্বর ১৯১৮ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪) ছিলেন বাংলাদেশের প্রথম সিইনসি। তিনি ১৯১৮ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ছিল সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামীরে। তাঁর পিতা খান বাহাদুর মফিজুর রহমান ওসমানীর জন্মের সময় তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব-ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। পিতার কর্মস্থলে তিনি জন্মগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষ করে ওসমানী সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৩৯ খ্রিষ্টাব্দে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে মেজর পদে উন্নীত হন। ১৯৪২ খ্রিষ্টাব্দে ওসমানী ছিলেন ব্রিটিশ সা¤্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। দেশবিভাগের পর ১৯৪৭ খ্রিষ্টাব্দের ৭ই অক্টোবর ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এসময় তাঁর পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল। ১৯৫১ খ্রিষ্টাব্দে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ১ম ব্যাটেলিয়নের অধিনায়ক নিযুক্ত হন। এর পর তিনি চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন। ১৯৬৬ খ্রিষ্টাব্দের মে মাসে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসরকালীন ছুটি নেন এবং পরের বছর ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১১ই এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রদত্ত ভাষণে এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারে ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। ওসমানী’র নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন ১৯৮৪ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি এমএজি ওসমানী মারা যান। সিলেটে তার মরদেহ দাফন করা হয়।

লিংকসমূহ

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা

জাতীয় সংগীত ও বঙ্গবন্ধু

একনজরে বঙ্গবন্ধু

বাংলাদেশের রণসংগীত পরিচিতি

পূর্ব বাংলা ও পূর্ব বাংলার প্রধামন্ত্রীগণের পরিচিতি

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/২

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৩

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৪

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৫

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৬

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৭

বঙ্গবন্ধু প্রশাসনের প্রথম ও প্রধান/৮

সূত্র : একনজরে বঙ্গবন্ধু, ড. মোহাম্মদ আমীন, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।

Language
error: Content is protected !!