বব হোপ: এত ভালো নত্যৃশিল্পী হলেন যেভাবে

বব হোপ: এত ভালো নত্যৃশিল্পী হলেন যেভাবে

বব হোপ(Leslie Townes Bob Hope; ২৯শে মে ১৯০৩—২৭শে জুলাই ২০০৩) বিখ্যাত মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মল্লক্রীড়াবিদ ও লেখক।
এক টিভি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হলো, আপনি কীভাবে এত ভালো নাচতে শিখলেন?
বব হোপ বললেন, আমরা ছিলাম ছয় ভাই। আমাদের বাসায় বাথরুম ছিল একটা। মা-বাবা তো ছিলেনই। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতিদিন সকালে বাথ রুমের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অসহ্য হলে আমি নাচতে শুরু করতাম। এভাবে বাথরুমের দরজার সামনে নাচতে নাচতে আমি সত্যিকার নৃত্যশিল্পী হয়ে যাই।
ভবিষ্যতে যারা নৃত্যশিল্পী হতে চায় তাদের প্রতি আপনার উপদেশ কী?
এমন বাসায় থাকা, যাতে সকালে বাথ রুমের সামনে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। তা হলে নৃত্য আপনা আপনি চলে আসবে।
লেখক হবার ইচ্ছায় অদম্য মার্ক টোয়েন একদিন পাণ্ডুলিপি নিয়ে এক সম্পাদকের কাছে গেলেন। নতুন লেখক দেখে সম্পাদক উপহাস করে মার্ক টোয়েনকে বললেন, আপনি কোথায় লিখেন?
মার্ক টোয়েন : কাগজে।
মানে জানতে চেয়েছি, কিসের ওপর বসে লিখেন?
মার্ক টোয়েন বললেন, শুয়ে শুয়ে লিখি।
সম্পাদক : কোথায়?
মার্ক টোয়েন : খাটে।
সম্পাদক : শুয়ে শুয়ে যদি লিখতে হয়, তাহলে খাটে নয়, বাথটাবে শুয়ে লেখা উচিত। তাহলে বড়ো লেখক হতে পারবেন সহজে।
মার্ক টোয়েন : বাথটাবে কেন?
সম্পাদক : আগাথা ক্রিস্টি পাঠকের মাথায় ঘোরপ্যাঁচ লাগানো সব কাহিনি বাথটাবে শুয়েই রচনা করেছেন। এ ছাড়া তিনি প্রতিদিন আপেলও খেতেন কয়েক কেজি। বড়ো লেখক হতে হলে আপনাকে তাই করতে হবে।
সম্পাদকের কথা শুনে মার্ক টোয়েন, প্রচুর পরিমাণ আপেল কিনে অনুপ্রেরণার আশায় খাতা কলম নিয়ে বাথটাবে শুয়ে শুলে আর একটা গল্প লিখে ফেললেন।
পরদিন সম্পাদকের কাছে গিয়ে বললেন, আপনি যা বলেছেন তা করেছি।
সম্পাদক বললেন, অনুপ্রেরণা পেয়েছেন?
পেয়েছি।
কী অনুপ্রেরণা?
আমার গল্পের প্রথম পাঠকদের সঙ্গে করমর্দন, পরিচিত জনদের উচ্ছ্বাস, সমালোচকদের স্তুতি। প্রাপ্য সম্মানী খরচ করব কীভাবে এবং তাতে আমার স্ত্রীর প্রতিক্রিয়া কী হবে এবং আমার খ্যাতি দেখে আপনার হার্টফেল- এসব বিষয় আর কী!
সূত্র: বিখ্যাতদের কৌতুক হাস্যরস ও প্রজ্ঞাযশ (১ম খণ্ড), ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়।
—————————————————————
শুবাচের ওয়েবসাইট: www.draminbd.com
আরো কয়েকটি কৌতুক: পথেঘাটে সতিন
Language
error: Content is protected !!