ড. মোহাম্মদ আমীন
আদি বৈদিক সমাজ ছিল গ্রামকেন্দ্রিক। ঋগ্বেদোত্তর যুগে, আর্য সমাজ অধিকতর কৃষিভিত্তিক হয়ে পড়ে এবং সমাজে বর্ণাশ্রম প্রথার উদ্ভব ঘটে। ‘বেদ’ ছাড়াও সংস্কৃত মহাকাব্য রামায়ণ ও মহাভারতের আদি সূত্রগুরো এই যুগেই নিহিত ছিল। বিভিন্ন পুরাতাত্ত্বিক খননের ফলে প্রাপ্ত মৃৎপাত্রগুলোতে আদি ইন্দো-আর্য সভ্যতার কিছু নিদর্শনের সন্ধান পাওয়া যায়। প্রাচীন ভারতের কুরু রাজ্যে কৃষ্ণ ও রক্ত ধাতব এবং চিত্রিত ধূসর ধাতব সভ্যতার নিদর্শন পাওয়া যায়।