ড. মোহাম্মদ আমীন
আর দু অক্ষরের সাধারণ একটি খাঁটি বাংলা শব্দ। সাধারণ হলেও দেখুন তার প্রকাশ ক্ষমতা কত সীমাহীন। আমি কয়েকটি দিলাম। আপনারাও দিন। সংস্কৃত অপর থেকে উদ্ভূত খাঁটি বাংলা শব্দ আর অর্থ
(ক) অব্যয়ে
১. এবং (তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর শ্যামলমিত্রের কণ্ঠে শ্রুত);
২. ও: হাসি আর গানে ভরে তুলব, যত ব্যথা দুজনে ভুলব।
৩. এরপর ( আর যাব না শ্বশুর বাড়ি, মারে আমি তোমায় ছাড়ি)।
৪. অথবা (পড়ো আর না পড়ো ভালো ফল করতেই হবে)।
৫. তদুপরি (আর কষ্ট দিয়ে কী লাভ)।
৬. এখন (করোনা কাল আর ভালো যাবে না)।
৭. যেন (লাট বাহাদুরের শালা আর কি)।
৮. আক্ষেপ, অবসাদ, হতাশা প্রভৃতিবোধক শব্দ ( আমি আর ব্যবসায় যাব না)।
৯. কাজেই ( সেখানে আর যাওয়ার প্রশ্নই আসে না)।
(খ) বিশেষণে
১. দ্বিতীয় ( ক্যান্সারে তার চেয়ে ভালো ডাক্তার আর নেই।)
২. বিগত (আর বছর এসময় আমি লন্ডন ছিলাম)।
৩. আগামী (আর মাসেও শীত কমবে বলে মনে হয় না)।
৪. অপর, অন্য (আমি ছাড়া আর কেউ জানে না)।
৫ .অধিক, এর বেশি ( সাধ্যমতো করেছি, আমি আর কত করব)।
৬. অভিন্ন, সামান্য ( কত আর, উনিশ-বিশ)।
৭. পুনরায় ( আর ডেক না সেই মধু নামে, সন্ধ্যা)।
৮. অতিরিক্তি (তুমি আর একটি দিন থাক, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখ (নজরুল)
(গ) ক্রিয়াবিশেষণ
১. দুবার ( এমন সুযোগ আর আসবে না কখনো)।
২. আবার (আর একবার এসো। এসব নিয়ে আর কথা বলো না)।
৩. তদবধি ( সে যে গত বছর গেছে আর আর ফেরেনি)। সেদিন হতে কেন মা আর দিদি আসে নাকো।
৪. ভবিষ্যতে ( এমন দুর্দিন আর যেন না আসে)।
৫. যুগপৎ ( মুখটা যত দেখি সই অবাক আর সবাক হই)।
৬. পরপর (একটু অপেক্ষা করো,যাব আর আসব)।
৭ পক্ষান্তরে (সারাদিন কাজ করে মরছি আর তোমরা বসে বসে শুবাচ করছ)।
৮. অব্যবহিত পরেই ( গাড়িও থামল আর বৃষ্টিও নামল, কী দুর্ভাগ্য)।
৯. এখন, বর্তমানে: দুটি মন আর নেই দুজনার, চাঁদ বলে আমি সাথি- – -।
সর্বনামে::
১. অন্য ব্যক্তি বা বস্তু: একে ফলায় আরে খায়। একে করে ভুটভাট আরে করে লুটপাট।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন