ড. মোহাম্মদ আমীন
স্বাধীনতা ঘোষণা করার দিবস— স্বাধীনতা দিবস।
উপজেলার প্রশাসন— উপজেলা প্রশাসন।
বাংলা বানান সংস্কারের নিমিত্ত গঠিত কমিটি—বাংলা বানান সংস্কার কমিটি।
জেলার প্রশাসক— জেলা প্রশাসক।
বিজয় অর্জিত হয়েছে যে দিবসে— বিজয় দিবস।
বাংলাদেশের সেনাবাহিনী— বাংলাদেশ সেনাবাহিনী
বিশ্ব কবিদের সম্মেলন— বিশ্ব কবি সম্মেলন।
ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়— ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিজয় অর্জিত হয়েছে যে দিবসে— বিজয় দিবস।
মুজিবের জন্মবর্ষ উদ্যাপনের নিমিত্ত নির্ধারিত বর্ষ— মুজিব বর্ষ।
যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী— যোগাযোগ মন্ত্রী
শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত মিনার—শহিদ মিনার।
জয় অর্জনকারী বাংলা— জয় বাংলা।
জাহাঙ্গীরনগর এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
পুলিশের সুপার— পুলিশ সুপার।
মানবের জন্য সৃষ্ট জমিন— মানব জমিন
ভোরের যে কাগজ— ভোরের কাগজ
হাত দিয়ে তৈরি— হাতে তৈরি।
গাছে পাকা— গাছে পাকা।
ঘোড়ার ডিম— ঘোড়ার ডিম।
গোরুতে টানা গাড়ি— গোরুর গাড়ি।
খালি যে ঘর— খালি ঘর।
প্রথম যে আলো— প্রথম আলো
উপজেলার কার্যক্রম নির্বাহ করার জন্য পদায়িত অফিসার: উপজেলা নির্বাহী অফিসার।
দক্ষিণ পাঞ্জাবে অবস্থিত নিখিল শিখ ছাত্রদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত সঙ্ঘ—দক্ষিণ পাঞ্জাব নিখিল শিখ ছাত্র কল্যাণ সঙ্ঘ।
নিখিল ভারতের যুব মুসলিমদের যে সাহিত্য সংসদ— নিখিল ভারত যুব মুসলিম সাহিত্য সংসদ।
নিখিল বাংলার চিরন্তন আকালি যুব সংহতি সমিতি—নিখিল বাংলা চিরন্তন আকালি যুব সংহতি সমিতি।
বাংলাদেশ ও চীনের মৈত্রীর স্বীকৃতিস্বরূপ নির্মিত সেতু—বাংলাদেশ চীন মৈত্রী সেতু।
বিমান বন্দর এলাকায় অবস্থির রেলওয়ে স্টেশন— বিমান বন্দর রেলওয়ে স্টেশন।
এসব সাধিত বাগ্ভঙ্গি প্রকৃতপক্ষে সমাসবদ্ধ পদরাশি। পৃথকভাবে লেখার জন্য তাদের সমাস হিসাবে চেনা যায় না। সুনীতিকুমার চট্টোপাধ্যায় এরূপ সমাস সাধিত পদকে অসংলগ্ন সমাস বলেছেন । যেহেতু পদ দুটিকে সংলগ্ন করা হয়নি, তাই এরা অসংলগ্ন। এমন সমাস বাংলা ব্যাকরণে প্রচুর দেখা যায়। এটি বাংলা সমাসের অন্যতম বৈশিষ্ট্য। সংস্কৃত ব্যাকরণে সমাসের লক্ষ্য ব্যাসবাক্যকে আবশ্যিকভাবে একপদে প্রকাশ, যেমন অশ্বডিম্ব; বাংলা ব্যাকরণে সমাসের লক্ষ্য ব্যাসবাক্যকে একপদে প্রকাশ, যেমন খেচর, অথবা একটি পদবন্ধ বা phrase-এ প্রকাশ, যেমন ঘোড়ার ডিম, পুলিশ সুপার, জাতীয় সংসদ প্রভৃতি।
————————————
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন