ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১৪ ড. মোহাম্মদ আমীন
অশুদ্ধ শুদ্ধ
গলধঃকরণ গলাধঃকরণ
গল্প গুজব গল্পগুজব
গাথা গাঁথা (মালা গাঁথা)
গাংগেয় গাঙ্গেয়
গাড়ী গাড়ি
গাঁথা গাথা (কাহিনী, ছন্দোবদ্ধ কাহিনী)
গাম্ভির্য গাম্ভীর্য
গার্হস্থ গার্হস্থ্য
যেয়ে গিয়ে
গীর্জা গির্জা
গীতাঞ্জলী গীতাঞ্জলি
গুড়া গুঁড়া
গুটি কতক গুটিকতক
গুটি কয়েক গুটিকয়েক
গুঁটিসুটি গুটিসুটি
গুণীগণ গুণিগণ, গুণিরা
গুন গুণ (দোষের বিপরীত অর্থে)
গুণগুণ গুনগুন (মৌমাছি গুনগুন করে)
গুণেগুণে গুনে গুনে (টাকাগুলো গুনে গুনে বুঝে নাও)
গুরু দায়িত্ব গুরুদায়িত্ব
গুলী (বন্দুকের) গুলি
গৃহবধু গৃহবধূ
গৃহস্ত গৃহস্থ
গৃহিনী গৃহিণী
গৃহিত গৃহীত (গ্রহণ করা হয়েছে)
গেলো গেল
গোধুলি গোধূলি
গোমড়া মুখো গোমড়ামুখো
গোষ্ঠি গোষ্ঠী
গোস্পদ গোষ্পদ
গ্রন্থী গ্রন্থি
গ্রহন গ্রহণ
গ্রহন যোগ্য গ্রহণযোগ্য
গ্রহিতা গ্রহীতা
গ্রামীন গ্রামীণ
গ্রীস্ম গ্রীষ্ম
গ্রাহ্যযোগ্য গ্রাহ্য, গ্রহণযোগ্য