বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/২০ ড. মোহাম্মদ আমীন

অশুদ্ধ               শুদ্ধ
দিক্‌ভ্রম             দিগ্‌ভ্রম
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

দিকহারা           দিগ্‌হারা

দীঘি                 দিঘি
দিক্নির্ণয়            দিঙ্‌নির্ণয়
দিক্নির্দেশনা       দিঙ্‌নির্দেশনা
 
দিশারী          দিশারি
দিক্ষা             দীক্ষা
দীর্ঘজীবি       দীর্ঘজীবী
দির্ঘ দিন         দির্ঘদিন
দীর্ঘ কাল        দীর্ঘকাল
 
দীর্ঘসূত্রিতা       দীর্ঘসূত্রতা/দীর্ঘসূত্রিতা
দীর্ঘসূত্রি           দীর্ঘসূত্রী
দু ‘টি              দুটি
দু’টো             দুটো
দুপুর বেলা     দুপুরবেলা
 
দূরন্ত                  দুরন্ত
দুরাবস্থা            দুরবস্থা
দূরারোগ্য          দুরারোগ্য
দুরুশ্চার্য           দুরুচ্চার্য
দুরদুড়ু              দুরদুরু
 
দূরুহ        দুরূহ
দূর্গ          দুর্গ
দূর্গতি     দুর্গতি
দূর্গ         দুর্গ
দূর্গা        দুর্গা
 
দূর্ঘটনা          দুর্ঘটনা
দূর্জয়            দুর্জয়
দূর্দান্ত            দুর্দান্ত
দূর্নীতি         দুর্নীতি
দুর্নীতিগ্রস্থ    দুর্নীতিগ্রস্ত
 
দূর্বল              দুর্বল
দুর্বিসহ           দুর্বিষহ কিন্তু দুঃসহ
দুর্মূখ              দুর্মুখ
দুষ্কৃতিকারী    দুষ্কৃতকারী অথবা দুষ্কৃতী
দুঃস্থ              দুস্থ
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বনান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

All Link

All Links/1

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন

শুদ্ধ বানান
বাংলা শব্দের পৌরাণিক উৎস

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

এক মিনিটের পাঠশালা/২

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

Language
error: Content is protected !!