ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩ ড. মোহাম্মদ আমীন
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
অশুদ্ধ শুদ্ধ
অন্তস্থ অন্তঃস্থ ( ভেতরে বা অন্তরে অবস্থিত)
অন্তস্থল অন্তস্তল (অন্তরের তলদেশ)
অন্তর্ভূক্ত অন্তর্ভুক্ত (ভুক্ত সর্বদা উ-কার নিয়ে চলে)
অন্তর্ভুত অন্তর্ভূত (অদ্ভুত ছাড়া সবখানে ভূত)
অন্ত্যেষ্টি ক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া
অনন্যোনির্ভর অন্যোন্যনির্ভর (পরস্পর নির্ভরশীল)
অণ্বেষণ অন্বেষণ
অপদস্ত অপদস্থ (লাঞ্ছিত)[ অ-পদস্থ: উচ্চপদস্থ নয় এমন]
অপস্রিয়মান অপস্রিয়মাণ (বিলয়মান)
অভিমুখি অভিমুখী, অভিমুখিনতা
আভ্যন্তরীণ অভ্যন্তরীণ (আভ্যন্তরিক)
অর্ধ শিক্ষিত অর্ধশিক্ষিত
অন্ধিভূত অন্ধীভূত (ভূত যুক্ত হলে ঈ-কার আগম হয়)
————–
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।