বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪৩ ড. মোহাম্মদ আমীন

ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪৩ ড. মোহাম্মদ আমীন

সাংগ সাঙ্গ ( সমাপ্ত)
সাংগীকরণ সাঙ্গীকরণ
সাংগীকৃত সাঙ্গীকৃত
স্বাক্ষর সাক্ষর( নিরক্ষরের বিপরীত)
সাক্ষাত সাক্ষাৎ
 
সাক্ষাতকার সাক্ষাৎকার
সাদরপূর্বক আদরপূর্বক বা সাদরে
সাধারন সাধারণ
সান্তনা সান্ত¦না
সাফল্য মণ্ডিত সাফল্য মণ্ডিত
 
সামগ্রীক সামগ্রিক
সামর্থ সামর্থ্য
সারাজীবন সারা জীবন, সারা বছর সারা দেশ
সারাদিন সারা দিন
স্বার্থক সার্থক
 
স্বার্থকতা সার্থকতা
সাহায্য সংস্থা সাহায্যসংস্থা
সাহিত্য কর্ম সাহিত্যকর্ম
সাহিত্যমোদী সাহিত্যামোদী
সাব্যস্থ হইয়াছে স্থিরকৃত হইয়াছে
 
সাবধানপূর্বক সাবধান হইয়া বা সাবধানতাপূর্বক
সাহায্যকৃত বিদ্যালয় সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়
সাষ্টাঙ্গসহকারে সাষ্টাঙ্গে, অষ্টাঙ্গসহকারে
ছালাম সালাম
শিড়ি সিঁড়ি
 
সুকৃতী সুকৃতি
সুঁচ সুচ কিন্তু সুঁই, ছুঁচ
সুতি সুতা/ সুতো
শুদ্ধ (সমেত অর্থে) সুদ্ধ (সবসুদ্ধ, দেশসুদ্ধ লোক)
সুধি, সুধিগণ, সুধিবর্গ, সুধিবৃন্দ সুধী, সুধীগণ, সুধীবর্গ, সুধীবৃন্দ
সুরুচী সুরুচি
 
সুসম সুষম
সুষ্ঠ সুষ্ঠু
সুষ্পষ্ট সুস্পষ্ট
সুস্থ্য সুস্থ
সুক্ষ্ন সূক্ষ্ম
 
সূচী, সূচীপত্র সূচি/ সূচিপত্র
সুত্র সূত্র
সুত্রপাত সূত্রপাত
সুত্রাপুর সূত্রাপুর
সেই সঙ্গে সেইসঙ্গে

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪৩ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪২ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪১ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪০ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩৯ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩৮ ড. মোহাম্মদ আমীন

Language
error: Content is protected !!